রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

যে কোনো ব্যক্তি কোনো মুসলিমের কর্তিত মস্তক এনে দিতে পারলে তাকে সরকারীভাবে পুরষ্কার দেয়া হবে।


১৫৫৮ খৃষ্টাব্দে স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ এই আদেশ জারী করে, যে কোনো ব্যক্তি কোনো মুসলিমের কর্তিত মস্তক এনে দিতে পারলে তাকে সরকারীভাবে পুরষ্কার দেয়া হবে। 
এই আদেশের সাথে সাথে মুসলিমদের দেহ থেকে মস্তক ছিন্ন করার হিড়িক পড়ে যায়! এমনকি খৃষ্টানরা ৬০ হাজার স্পেনীয় মুসলিমের মস্তক কর্তন করে! ইতিহাসে ইহা 'মস্তক শিকারের আক্রমন' নামে প্রসিদ্ধি লাভ করে! 
.
আন্দালুস (স্পেন) দখল করার পর খৃষ্টান ক্রুসেডাররা মুসলিমদের উপর যে কিয়ামত বইয়ে দিয়েছিলো, তা আমরা আজ ভুলতে বসেছি! আবার অনেকেইতো জানিইনা! 
.
আজ এরাই মুসলিমদেরকে সন্ত্রাসী আখ্যা দেয়!!! নিজেদেরকে সভ্যতার ঠিকাদার আর শান্তির রিলিফ বন্টনকারী মনে করে! মূলত: তারা এসবের দ্বারা তাদের অতীত ও বর্তমানের লাল ইতিহাস চেপে যেতে চায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন