রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

কলজে বিদীর্ণ করা এই কথাগুলো একজন সিরিয়ান ব্যক্তি তার টুইটারে টুইট করেছেন


কলজে বিদীর্ণ করা এই কথাগুলো একজন সিরিয়ান ব্যক্তি তার টুইটারে টুইট করেছেন,

"কে অবহিত করবে খালিদ বিন ওয়ালিদ ও মু'আবিয়া রা. কে যে, রোমক ও পারস্যরা আজ আমাদেরকে প্রকাশ্যে হত্যা করছে!!!
কে অবহিত করবে কা'কা' হামযা ও বারা রা. কে যে, স্বাধীন রমণী আমাদের দেশে নগ্নবসনা হয়ে চিৎকার করছে!!!
কে অবহিত করবে সালাহুদ্দীন আইয়ুবী রাহ. কে যে, সিরিয়ায় রক্ত প্রবাহিত নদীর রূপ ধারণ করেছে!!!
কে অবহিত করবে খলিফা মু'তাসিম বিল্লাহ রাহ. কে যে, স্বাধীন রমণী চিৎকার করেছে, কিন্তু কোনো সাড়াপ্রদানকারী পায়নি; অত:পর বলেছে: হায়, যদি আমার মৃত্যু হয়ে যেত!!!"

এখানে 'রোমক' দ্বারা আমেরিকা-রাশিয়ার ক্রুসেডার উদ্দেশ্য। 'পারস্য' দ্বারা ইরানের সাফাভী, সিরিয়ার নুসাইরী, ইরাকের রাফিযী শিয়া-কাফেররা উদ্দেশ্য।

এই কথাগুলো তাঁদেরকে অবহিত করার কেউ নেই! আর অবহিত করার প্রয়োজনও নেই! তাঁরা ধূলির ধরা এই পৃথিবীর ধূলোর নিচে শুয়ে আছেন সে অনেক আগে থেকেই। কিন্তু ধূলোর উপর রেখে গেছেন তাঁদের আদর্শ, চিন্তা-চেতনা, আর কার্যক্রম। তাদের আদর্শ, চিন্তা-চেতনা আর কার্যক্রমকে অনুসরণ করতে পারলে তৈরি হতে পারবে খালিদ বিন ওয়ালিদ, মু'আবিয়া, কা'কা', হামযা, বারা, সালাহুদ্দীন আইয়ুবী, মু'তাসিম বিল্লাহ -রা যুগে যুগে, কালে কালে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন