আল-হাসান ইবন আল হেথাম /ইবনে হাইসাম : বৈজ্ঞানিক পদ্ধতি এবং আধুনিক আলোকবিজ্ঞানের আবিষ্কারক (পশ্চিমাদের দেওয়া নাম - আল-হাইজেন; ৯৬৫-১০৪০)
ইরাকে জন্ম নেওয়া এই মুসলিম বিজ্ঞানী প্রথম তাত্ত্বিক এবং পরীক্ষামূলক পদার্থবিজ্ঞানী এবং আধুনিক বৈজ্ঞানিক নীতিমালা প্রতিষ্ঠাকরেন ইউরোপীয় রেনেসাঁর বিজ্ঞানীদের প্রায় ২০০ বছর আগে।
তিনি সার্বজনীন বিজ্ঞান এবং গবেষণামূলক প্রদানের প্রয়োজনীয়তার উপর ব্যাপকভাবে লেখালেখি করেন। এবং এসব থিওরি নিজস্ব ল্যাবরটারিতে পরিক্ষার মাধ্যমে বাস্তবে প্রমান করেন।
যদিও তার অবদান ছিল বহুমুখী। যেমন, তিনি ছিলেন একাধারে গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, আবহাওয়াবিজ্ঞানী, এবং দার্শনিক। কিন্তু বিজ্ঞান জগতে তাঁর সবচেয়ে বড় অবদান আধুনিক অপটিক্স বা আলোকবিজ্ঞানের আবিষ্কার। তিনি এ সময় লিখেন আলোকবিজ্ঞানের উপর যুগান্তকারী বই “Book of Optics”।
উল্লেখ্য, পরবর্তীতে মুুসলমানদে অসচেতনতার কারনে প্রায় ৬০০শত বছর ধরে পৃথিবী মানুষ “Book of Optics” সম্পর্কে জানতে পারেনি। ফ্রিড্রিশ রাইজনার ১৫৭২ খ্রিষ্টাব্দে বইটি প্রকাশ করলে বিজ্ঞান জগতে আলোড়ন সৃষ্টি হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন