শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৬

ইসলামের ইতিহাসজুড়ে দরিদ্রতা কখনোই জ্ঞানার্জন এবং শিক্ষাগ্রহণের অন্তরায় ছিলনা।


ইমাম আবু হানিফার সেরা ছাত্রদের অন্যতম কাজী আবু ইউসুফ খুবই দরিদ্র এক পরিবার থেকে এসেছিলেন। 
.
বাবার সাথে নিয়মিত কায়িক শ্রম করে অর্থ উপার্জন করতে হতো বলে তিনি প্রায়সময়ই তাঁর কিছু শিক্ষকদের ক্লাসে যেতে পারতেননা। 
.
ইমাম আবু হানিফা ব্যাপারটি জানতে পেরে আবু ইউসুফকে ১০০ দিরহাম দেন এবং পরবর্তীতে আরো আর্থিক সহায়তা করেন।
.
ইমাম মুহাম্মাদ-আল শাফি’ই-ও দরিদ্র পরিবার থেকে এসেছিলেন। তাঁর বিধবা মায়ের পক্ষে তাঁর পড়ালেখার জন্য খাতা-কলম কিনে দেয়ার মতো অর্থও ছিলনা। তারপরও তিনি পড়ালেখা চালিয়ে যান ইমাম মালিকের অধীনে, যিনি ছিলেন রাসূল (সাঃ) এর শহরে (মদিনা) বসবাসরত তৎকালীন সময়ের শ্রেষ্ঠ স্কলারদের একজন।
এরও পরে ইসলামের ইতিহাসজুড়ে ধীরে ধীরে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা হয় যেখানে পড়ালেখার জন্য কোন খরচ ছিলনা, বরং গরীব ছাত্রদের আর্থিক সেবা প্রদান করা হতো। এর মধ্যে প্রসিদ্ধ উদাহরণ হচ্ছে ১১শ শতকে ইরাক এবং পারস্যজুড়ে নিজাম আল-মূল্‌ক প্রতিষ্ঠিত নিজামিয়া মাদ্রাসাসমূহ। এরও পরে ১২শ শতকে সিরিয়াতে নূর আল-দ্বীন জেন্‌গি প্রতিষ্ঠিত মাদ্রাসাসমূহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন