বুধবার, ১৭ জুন, ২০১৫

ভূমিকম্পে যে পরিবর্তন ঘটেছে মাউন্ট এভারেস্টে



ভূমিকম্পে যে পরিবর্তন ঘটেছে মাউন্ট এভারেস্টে!
নেপালের ভূমিকম্প এতো বেশি শক্তিশালী ছিল যে, তা মাউন্ট এভারেস্টের দিক নির্দেশনায় পরিবর্তন করেছে। সাম্প্রতিক একটি ভূতাত্ত্বিক জরিপে তা প্রকাশ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বৃহত্তম পর্বতশৃঙ্গ যা চায়না ও নেপালের বর্ডারের সাথে অবস্থিত এবং ইউরোএশিয়া এবং ভারতের টেক্টনিক প্লেট এর উপর অবস্থিত এই শৃঙ্গ সবসময় অবস্থানের পরিবর্তনের শিকার হয়।
চীনা সরকারের ভূতাত্ত্বিক বিষয়ক জাতীয় প্রশাসন দ্বারা গবেষণা অনুযায়ী, এপ্রিলে নেপালে যে ভূমিকম্প আঘাত হানে তা এতো বড় ছিল যে, এভারেস্ট ১.২ ইঞ্চি বা ৩ সেন্টিমিটার দূরে সরে যায়। টেক্টনিক প্লেটের কারণে এভারেস্ট যেদিকে ঘূর্ণায়মান ছিল, ভূমিকম্পের কারণে তার বিপরীত দিকে সরে যায়।
বেইজিং এর চীন ভূমিকম্প প্রশাসন ভূতত্ত্ব ইনস্টিটিউটের উপ-প্রধান জু (Xiwei) চীনের এক দৈনিক পত্রিকাকে বলেছেন, “এভারেস্ট পর্বতশৃঙ্গ ক্রমাগত উত্তর দিকে সরে যাচ্ছিল এবং ভূমিকম্প এটাকে সামান্য বিপরীত দিকে সরিয়ে দিয়েছে”।
এই বছরের এপ্রিল মাসে যখন ৭.৮ মাত্রার ভূমিকম্পটি নেপালে আঘাত হানে তখন প্রায় ৯০০০ মানুষ মারা যায় এবং ভূমিকম্পের প্রকোপ বাংলাদেশ, ভারত, নেপাল ও চীনে অনুভূত হয়।
কম্পনের কারণে এভারেস্টে ১৮ জন মারা যায় এবং এভারেস্টে উঠার আরোহণ রুট ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে কর্তৃপক্ষ ২০১৫ সালে এভারেস্টে আরোহণ করার কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।–সূত্র: মেট্রো।
সম্পাদনা: ফাতেমা তুজ জোহুরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন