মাকতাবা শামিলা কী?
মাকতাবা শামিলা একটি সুসমৃদ্ধ ও সুবিশাল ডিজিটাল গ্রন্থগার। মধ্যপ্রাচ্যভিত্তিক দাওয়া-সহায়তা সংস্থা আল-মাকতাব আত-তাআউনী লিদ-দাওয়া বির-রওযার স্পন্সরকৃত স্থায়ী সাদাকা হিসেবে মুক্ত, সহজলভ্য ও সুবিধাপূর্ণ একটি গ্রন্থগার সফটওয়্যার। গবেষক ও জ্ঞানান্বেষণেচ্ছুদের জন্য ইসলামি জ্ঞান-সম্পদকে সার্বজনীনভাবে উন্মুক্ত করে দেওয়াই এই গ্রন্থগারের উদ্দেশ্য। তবে আহলে সুন্নত ওয়াল জামায়াতের মতাদর্শ-পরিপন্থী কোনো ক্ষেত্রে এর ব্যবহার অনুমোদিত নয়।
মাকতাবা শামিলা একটি সুসমৃদ্ধ ও সুবিশাল ডিজিটাল গ্রন্থগার। মধ্যপ্রাচ্যভিত্তিক দাওয়া-সহায়তা সংস্থা আল-মাকতাব আত-তাআউনী লিদ-দাওয়া বির-রওযার স্পন্সরকৃত স্থায়ী সাদাকা হিসেবে মুক্ত, সহজলভ্য ও সুবিধাপূর্ণ একটি গ্রন্থগার সফটওয়্যার। গবেষক ও জ্ঞানান্বেষণেচ্ছুদের জন্য ইসলামি জ্ঞান-সম্পদকে সার্বজনীনভাবে উন্মুক্ত করে দেওয়াই এই গ্রন্থগারের উদ্দেশ্য। তবে আহলে সুন্নত ওয়াল জামায়াতের মতাদর্শ-পরিপন্থী কোনো ক্ষেত্রে এর ব্যবহার অনুমোদিত নয়।
মাকতাবা শামিলার বৈশিষ্ট্য
- এটি সহজলভ্য ও বিনামূল্যে পাওয়া যায়,
- এটি মুক্ত, ব্যবহারকারীর জন্য সম্পাদনা উপযোগী এবং সবধরনের টেক্স ফাইল গ্রহণ করে।
- উন্নত সার্চ-সমৃদ্ধ ও ব্যবহার-বান্ধব।
- এতে আছে কুরআন, তাফসীর, হাদীস, শুরুহুল হাদীস (হাদীসের ব্যাখ্যা), ফিকহ, উসূলে ফিকহ, ফাতাওয়া, উলূমুল হাদীস, ইতিহাস, ভূগোল, জীবনীসহ প্রায় সকল প্রামাণ্য গ্রন্থ।
- অফিসিয়াল সংস্করণ (৬১১১টি কিতাবসমৃদ্ধ) ডাউনলোড (সাইজ: ২ জিবি)আইএস ফাইলটরেন্ট যোগে ডাউনলোড
- টরেন্ট ব্যবহারকারীদের জন্য ডাউনলোড লিংক,
ডাউনলোড (একক ফাইল)- quran.tv সাইট থেকে [ডাউনলোড],
- আর্কাইভ সাইট থেকে [ডাউনলোড],
- Google drive থেকে [ডাউনলোড],
- শামিলা অফিসিয়াল সাইট থেখে [ডাউনলোড],
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন