বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫

মুসলমানের হাসি বাই মাওলানা আশরাফ আলী থানবী (র.) অসাধারণ একটি বই


আসসালামু আলাইকুম।
হাকিমুল উম্মত বলা হয় কাকে? জানেন আপনারা…….উত্তর হল- হযরত মাওলানা আশরাফ আলী থানবী (র.) । তারই একটি জ্ঞান-গরিমার বই মুসলমানের হাসি। বইটি ডাউনলোড করে পড়তে থাকুন আর চিন্তা করতে থাকুন এত জ্ঞানের উৎস কোথায়? সবই আল্লাহরই দান। শুধু আল্লাহর দান বললে ভুল হবে সাথে চেষ্টাও থাকতে হবে। আল্লাহর নামে ডাউনলোড করে নিন।
নাম : মুসলমানের হাসি
লেখক : মাওলানা আশরাফ আলী থানবী (র)
ভাষা : বাংলা
সাইজ : ৪.৪৭ মেগা.বা. ডাউনলোড


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন