কুরআন কিভাবে পাঠ করতে হবে
-----------------------------------
কুরআন পাঠ করতে হবে সুললিত কন্ঠে, কুরআনের নিজস্ব পদ্য ছন্দে : হযরত আবু লুবাবা বশীর ইবনে আব্দুল মুনজির (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে ব্যক্তি সুললিত কন্ঠে কুরআন পাঠ করে না, সে আমাদের দলভূক্ত নয়। -(আবু দাউদ : সহীহ)
প্রতিটি অক্ষর ও শব্দ পৃথকভাবে স্পষ্ট উচ্চারণ : হযরত উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি অক্ষর পৃথক পৃথকভাবে উচ্চারণ করে কিরআত পাঠ করতেন। -(তিরমিযী- ২৮৬২ )
নিয়মিত কুরআন পাঠ করতে হবে : হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তাদের বা তোমাদের কারও এরূপ কথা বলা কতইনা আপত্তিকর- ‘আমি কুরআনের অমুক অমুক আয়াত ভুলে গেছি। বরং (তার বলা উচিত) তাকে ভুলিযে দেয়া হয়েছে। তোমরা স্মরণ রাখার জন্য অনবরত কুরআন পড়বে। সেই সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ! জন্তু যেমন রশি থেকে ছাড়া পেয়ে পলায়ন করে, এটা মানুষের হৃদয় থেকে তার চাইতেও অধিক পলায়নপর।
-(তিরমিযী- ২৮৭৭ : হাসান ও সহীহ্, বুখারী, মুসলিম, নাসাঈ)
-(তিরমিযী- ২৮৭৭ : হাসান ও সহীহ্, বুখারী, মুসলিম, নাসাঈ)
সাত রীতিতে কুরআন পাঠ : হযরত উবাই ইবনে কাব (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাঈল (আ)-এর সাক্ষাত পেয়ে বলেন : হে জিবরাঈল! আমি একটি নিরর উম্মাতের নিকট প্রেরিত হয়েছি। এদের মধ্যে প্রবীণ, বৃদ্ধ, কিশোর ও কিশোরী আছে এবং এমন লোকও আছে যে কখনো লেখাপড়াই করেনি। তিনি বলেন, হে মুহাম্মাদ! কুরআন তো সাত রীতিতে নাজিল হয়েছে। - (তিরমিযী-২৮৭৮ : হাসান ও সহীহ্, মুসলিম)
খতমের সময়সীমা : হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসূল! আমি কত দিনে কুরআন খতম করব? তিনি বললেন : এক মাসে তা খতম করবে। আমি বললাম, আমি এর চাইতেও বেশী পড়তে সক্ষম। তিনি বললেন : তাহলে বিশ দিনে খতম করবে। আমি বললাম, আমি এর চাইতেও বেশী পড়তে পারি। তিনি বললেন : তাহলে দশ দিনে খতম করবে। আমি বললাম, আমি এর চাইতেও বেশী পড়তে পারি। তিনি বললেন : তাহলে পাঁচ দিনে খতম করবে। আমি বললাম, আমি এর চাইতেও বেশী পড়তে সক্ষম। তিনি (রাবী) বলেন, এর চাইতেও কম দিনে পড়তে তিনি আমাকে অনুমতি দেন নাই। -(তিরমিযী-২৮৮১ : হাসান ও সহীহ)
হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি তিন দিনের কমে কুরআন খতম করল সে কুরআনের কিছুই বুঝেনি।
-(তিরমিযী-২৮৮৪ : হাসান ও সহীহ্, নাসাঈ)
-(তিরমিযী-২৮৮৪ : হাসান ও সহীহ্, নাসাঈ)
জাজ্জাক আল্লাহ খায়েরান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন