বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

মুসা আল-খোয়ারিজমমীর


মুসা আল-খোয়ারিজমমীর ছিলেন একজন পার্সিয়ান গণিতবিদ।তিনি একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। আল-খাওয়ারিজমীর বাপারে পাঁচটি তথ্য জেনে রাখা প্রয়োজন--

১. তিনি পৃথিবীর ইতিহাসে একজন বিখ্যাত গণিতবিদ।
২. তিনি একজন মুসলিম এটা অনেকেরই হয়ত জানা আছে।
৩. বীজগণিতের প্রথম উদ্ভব হয় গণিতবিদ মুসা আল-খোয়ারিজমমীর হাত ধরে। তাঁর লেখা 'কিতাব আল জাবর ওয়াল মুকাবিলা' বই এ তিনি সর্বপ্রথম রৈখিক বীজগণিতের ধারণার অবতারনা করেন।আমরা ক্লাসে যে বীজগণিত করি তার উৎপত্তি খাওয়ারিজমীর হাত ধরেই।
৪. অ্যালগরিদম শব্দটি এসেছে 'মুসা আল খারিজমী'-এর কাছ থেকে।তার লিখা একটি বইয়ের ল্যাটিন ভাষার টাইটেল 'অ্যালগরিটমি' থেকে অ্যালগরিদম শব্দটি নেওয়া হয়েছে।
৫. অ্যালগরিদম তারই অবদান।অ্যালগরিদম ছাড়া আপনি আপনার অত্যাধুনিক কম্পিউটারে আমাদের এই স্ট্যাটাসটা পড়তে পারতেন না।

ধন্যবাদ আল-খাওয়ারিজমী ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন