বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

ফাতিমা আল ফিহরি ৮০০ সালের দিকে তিউনিশিয়ায় জন্মগ্রহণ করেন।


ফাতিমা আল ফিহরি ৮০০ সালের দিকে তিউনিশিয়ায় জন্মগ্রহণ করেন।তার পরিবার পরবর্তীতে মরক্কোর ফেজ নগরীতে বসবাস শুরু করেন। ফাতেমা আল ফিহরি সম্পর্কে পাঁচটি তথ্য জেনে রাখা প্রয়োজন-- 

১. মধ্যযুগে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ফাতিমা আল ফিহরি।আজ থেকে প্রায় এগার শত বছর আগে ৮৫৯ সালে মরোক্কোর ফেজ নগরীতে তিনি বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ।সেখানে বিধর্মীরাও বিদ্যা অর্জনে করত।বিশ্ববিদ্যালয়টির নাম কারাউইয়িন বিশ্ববিদ্যালয় (‘University of al-Qarawiyyin')।এই বিশ্ববিদ্যালয়কে টিকে থাকা বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসাবে মনে করা হয়। 

২. যখন সারাবিশ্বে নারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তখন ফাতিমার বোন মরিয়াম আল আন্দালুস মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন।

৩. ফাতিমা আল ফিহরি ধনী ব্যবসায়ী মুহাম্মদ আল ফিহরির কন্যা ছিলেন।উত্তরাধিকার সুত্রে তিনি অনেক পৈত্রিক সম্পত্তি লাভ করেছিলেন।তিনি তার এই অগাধ সম্পদ মানবকল্যাণে ব্যায় করেছেন।

৪. বিশ্ববিদ্যালয়টিতে ধর্মীয় শিক্ষা,রাজনৈতিক শিক্ষা,ন্যাচারাল সায়েন্স ছাড়াও ভূতত্ত্ববিদ্যা,জ্যোতিবিদ্যা,ব্যাকরণ,রসায়ন,চিকিৎসাশাস্র ও গনিত শিক্ষা দেওয়া হত।

৫. ফাতিমা আল ফিহরি ছিলেন সম্পদশালী,শিক্ষিত একজন মহীয়সী নারী যিনি তার সমাজের মানুষের কল্যাণে ছিলেন নিবেদিতপ্রান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন