বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬

এক যুবক নতুন বিয়ে করল।

এক যুবক নতুন বিয়ে করল। ভালোইকাটতেছিল তাদের দিনগুলো । একদিনস্ত্রী খুব ভালো খাবার রান্না করল।স্বামী স্ত্রী যখন খেতে বসল, এমন সময়এক ভিক্ষুক হাজির হল। ভিক্ষুক টি খুবক্ষুধার্ত ছিল এবং সে কিছুকাল খাবারচাইল । স্বামী খুব রাগ হইলেন এবংভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ ওঅপমান করে তাড়িয়ে দিল। অসহায়ভিক্ষুক চলে গেল!!! কিছুদিন পর স্বামীস্ত্রীর মাঝে ঝগড়া হল। এক পর্যায়েতাদের সংসার ভেঙ্গে গেল । স্বামীস্ত্রী কে তালাক দিয়ে দিল। স্ত্রীবাপের বাড়ি চলে গেল। কয়েক বছর পরমেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়েরবিয়ে দিল । নতুন স্বামীর সাথে শুরু হলতার জীবন! দ্বিতীয় স্বামী প্রথমস্বামীর চেয়ে অনেক ধনী ছিল। একদিনস্বামী স্ত্রী খেতে বসল। ইতিমধ্যেএকজন ভিক্ষুক আসল। স্ত্রী স্বামী কেবলল"আমি ভিক্ষা দিয়ে আসি"। কারণএমন এক মুহুর্তে আমার প্রথম স্বামী একভিক্ষুকের সাথে খারাপ আচরন করেছিল,যা আমি এখনও ভুলতে পারিনা। যখনস্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাকহয়ে গেল!!! কারণ,তার সেই প্রথম স্বামীইআজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়েদাঁড়িয়ে আছে!!! স্ত্রী চোখের পানিরাখতে পারল না। মেয়েটি তার দ্বিতীয়স্বামী কে বলল, আমি আপনাকে একআশ্চর্য ঘটনা শুনাব। তারপর মেয়েটিতার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়াঘটনাটি বলে দিল!! তখন দ্বিতীয় স্বামীচোখের পানি ছেড়ে দিয়ে বলল,আমিতোমাকে এর চাইতেও আশ্চর্য ঘটনাশুনাব । তুমি হয়ত শুনে অবাক হবে যে ,ঐদিনের অসহায় সেই ভিক্ষুক টি আমি,যিনি আজ তোমার সম্পদশালী স্বামী!!!# শিক্ষাঃ আল্লাহ মুহূর্তের মধ্যেইগরীব কে ধনী আর ধনী কে ফকিরবানিয়ে দিতে পারেন । সূতরাং আমরাকখনও কোন অসহায় কিংবা গরীবলোকের সাথে খারাপ ব্যবহার না করি ।যদি পারি নিজের সাধ্য মত সাহায্যকরব। কোন ভাবেই তাদের সাথে ধমকেরসুরে কটু কথা বলনা।(সংগ্রহীত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন