১১৮৭ সালে স্থাপিত সালাহউদ্দিন আইয়ুবীর মিম্বার।এই মিম্বারটির নান্দনিক স্থাপত্য ও শৈল্পিককতা ছিল মুগ্ধ করার মত।মিম্বারটি প্রায় ৮০০ বছর ধরে মসজিদে আল আকসায় বিদ্যমান ছিল।১৯৬৯ সালে ডেনিস মাইকেল রোহান নামে এক খৃষ্টান ধর্মান্ধ আল আকসায় আগুন ধরিয়ে দেয়।অনেকের মতে মাইকেল ছিল ইহুদী।অপরদিকে ইসরাইল আগুন নিভানোর নাম করে পানির বদলে পেট্রোল দিয়ে আগুন জ্বালাতে সহায়তা করেছিল বলেও অনেকে অভিযোগ করে থাকে।এই অগ্নিকাণ্ডের ফলে মিম্বারটি (মিমবার অফ সালাদিন) পুড়ে যায়।পরবর্তীতে জর্ডান সরকার এই মিম্বারটিকে পুনরায় নির্মাণ করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন