বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬

কাইরোয়ান জামে মসজিদ


কাইরোয়ান জামে মসজিদ তিউনিসিয়ার কাইরোয়ান নগরের বেশ পুরনো ও ঐতিহ্যবাহী একটি মসজিদ যা উকবা মসজিদ নামেও পরিচিত।মসজিদটি ৬৭০ সালে আরব সেনানায়ক উকবা ইবনে নাফি কর্তৃক কাইরোয়ান নগরীতে প্রতিষ্ঠিত হয়।মসজিদটির বিস্তৃতি প্রায় ৯০০০ বর্গমিটার এলাকাজুড়ে এবং এই মসজিদটি মুসলিম বিশ্বের প্রাচীনতম মসজিদসমূহের মধ্যে অন্যতম।পরবর্তীকালে এটি ছিল মাগরিবে স্থাপিত অন্যান্য মসজিদের মডেল।কাইরোয়ান জামে মসজিদ উত্তর আফ্রিকার চিত্তাকর্ষক ও বৃহৎ স্থাপনার মধ্যে অন্যতম।মসজিদটির পরিসীমা প্রায় ৪০৫ মিটার (১৩২৮ ফিট)। 

-- উইকিপিডিয়া থেকে অনুবাদকৃত



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন