আজ আমাদের বাংলাশে ঐহাসিক এই দিন। অমর ২১শে ফেব্রুয়ারি । রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতির জীবনে অবিস্মরণীয় ও চিরভাস্বর দিন আজ।তাই যারা তাদের বুকের তাজা রক্ত ঝড়িয়ে দিয়ে আমাদের জন্য এই ভাষায় কথা বলার দার উন্মুক্ত করে দিয়েছেন, তাদের প্রতি রইলো আমার আন্তরিক মোবারক বাদ।কিন্তু আমাদের দেশে কতিপয় শিক্ষিত সমাজ নিজেকে উচ্চ শিক্ষিত বলে পরিচয় করিয়ে দিতে বুলেটের ন্যয় ইংরেজি মিশ্রিত বাংলা ছুড়েন।বাংলা দুটি বললে ইংরেজি ছুড়েন চারটা।আপনি ইংরেজি বলেন কিন্তু বাংলা ভাষার সাথে মিশ্রিত করে নয়। আরেকটি কথা না বললেই নয়,ভাই মানুষ কে দেখিয়ে ফুলের পাপড়ি বিলিয়ে ভাষা প্রেমিক সাজার কোন প্রয়োজন নেই।কারন এর দ্বারা যে ভাষার জন্য নিজের দেহ কে কুরবানি করেছে তার কোন ফায়দা হাসিল হয় না।তবে এতটুকু হয় মানুষ বুঝে আপনি একজন বাংলাভাষী প্রেমিক।তাই আসুন আমরা তাদের রুহের মাগফিরাতের জন্য খোদা তায়ালার দরবারে হস্তদয় উঠিয়ে দোয়ার আবেদন জানাই।
ইমরান আদিব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন