বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

আমি কে? (কল্পনাভিত্তিক একটি লেখা) মাওলানা আবু তাহের মেসবাহ

অদৃশ্য জগতের কোনো কিছুকে শুধু কল্পনার ভিত্তিতে আকীদা বানানো যায় না। এমনকি তথ্য হিসেবেও গ্রহণ করা যায় না। সে জন্য দরকার যথাযোগ্য দলীল। তবে অদৃশ্য জগতের কোনোকিছু নিয়ে ভাবতে দোষ নেই; যদি সে ভাবনায় মুনকার কিছু না থাকে। এমনি একটি সুন্দর ভাবনা পেশ করা হয়েছে লেখাটিতে।
আল্লাহ তাআলা কবুল ও মাকবুল করুন। আমীন।
শায়েখ মুহাম্মাদ আবদুল মালেক
(পিডিএফ ফাইল সাইজ মাত্র ১৪৫ K.B)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন