বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

রাষ্ট্রধর্ম ইসলামে কার সমস্যা?


সংবিধানের প্রথম পরিচ্ছেদের ২-ক অনুচ্ছেদে বলা হয়েছে, 'প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবে।' 
অন্যধর্মের লোকদের ধর্ম পালনের অধিকার সংবিধান নিশ্চিত করেছে। ভারতে গরু জবাইয়ের অপরাধে একাধিক মুসলিমকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে কেউ কোনোদিন কেউ কোনোদিন হিন্দুদের বলীদান নিষিদ্ধের দাবি তোলে নি। ভারতে মুসলিমদের বাংলাদেশ-পাকিস্তানে পাঠানো, বাধ্যতামূলক হিন্দুধর্ম গ্রহণের দাবি তুলেছে, বাংলাদেশে হিন্দুদের কেউ কখনো বাধ্যতামূলক মুসলিম বানাবার দাবি তোলে নি। তাহলে ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম এ দেশে কার কোথায় সমস্যা তৈরি করছে? পৃথিবীতে ২৭টি রাষ্ট্রে ইসলাম, ২৮টি রাষ্ট্রে খ্রিস্ট, ৫টি রাষ্ট্রে বৌদ্ধ ও ১টি রাষ্ট্রে হিন্দুধর্ম রাষ্ট্রধর্ম হিসেবে সংবিধানে রয়েছে। কারও তাতে সমস্যা হয়নি, বাংলাদেশে কার সমস্যা হচ্ছে? মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু দেশে ফিরে বাংলাদেশকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আখ্যায়িত করেছেন তাতে তাঁর মহানত্ব কমেনি, আজ তাঁর অনুসারী দাবিকারী কার সমস্যা সংবিধানে ইসলামের নাম থাকায়?
কবরে তিনটি প্রশ্ন সবাইকে করা হবে। রাষ্ট্রধর্ম ইসলাম থাকায় যেসব মুসলিম নামধারীর সমস্যা হচ্ছে তারা কি কবরে বলতে পারবেন তার ধর্ম ধর্মনিরপেক্ষতা? মুসনাদে আহমদে বারা বিন আযেব (রা.) বর্ণিত রাসূল (সা.) এর লম্বা হাদিসটি পড়ে দেখুন। দীন যদি ইসলাম না হয় তাহলে কপালে কী দুর্গতি অপেক্ষমান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন