রবিবার, ৭ জুন, ২০১৫

যথা সময়ে নামায আদায় করার ফজীলত


আবদুল্লাহ ইবনে মাসউদ হইতে বর্ণিত। তিনি বলিলেন,আমি হুযুর (দঃ)কে জিজ্ঞাসা করিলাম,কোন কাজটি আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়? তিনি বলিলেন,যথাসময় নামায আদায় করা। তিনি (আবদুল্লাহ) পুনরায় বলিলেন, ইহার পর কোন কাজটি আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়? হুযুর (দঃ) বলিলেন,জনক-জননীর খেদমত আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞাসা করিলেন, ইহার পর কোন কাজটি? হুযুর(দঃ) বলিলেন,আল্লাহর পথে জিহাদ করা। আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুযুর (দঃ) আমাকে এইগুলির কথাই বলিলেন। আমি আরও অধিক জানিতে চাহিলে তিনি বলিলেন


আবু হোরায়রাহ হইতে বর্ণিত । তিনি হুযুর (সঃ) কে বলিতে শুনিয়াছেন, তোমরা বল তো যদি তোমাদের কাহারো বাড়ির দরজায় একটি নদী থাকে আর সে উহাতে দৈনিক পাঁচবার করিয়া গোসল করে তবে কি তাহার শরীরে কোনরুপ ময়লা থাকিবে ? জবাবে সকলেই বলিল, না , তাহার শরীরে কোনরুপ ময়লা থাকিবেনা । হুযুর (সঃ) বলিলেন, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারটি তদরুপ। ইহার দ্বারা আল্লাহ গুনা সমূহ মিটাইয়া দেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন