রবিবার, ৭ জুন, ২০১৫

জুমআর ফজিলত


অর্থঃ আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত । হুযুর (সঃ) বলিয়াছেন,জুমআর দিন যে ব্যক্তি জানাবাত (নাপাক) হইতে পবিত্র হওয়ার জন্য গোসল করে এবং নামাজের জন্য রওয়ানা হয় সে যেন একটি উট কোরবানী করিল । যে ব্যক্তি উহার পরক্ষনে গমন করে সে যেন একটি গাভী কোরবানী করিল। যে ব্যক্তি তাহার পরক্ষনে গমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কোরাবনী করিল। যে ব্যক্তি তাহার পরক্ষনে গমন করিল সে যেন একটি মুরগী কোরবানী করিল এবং ( যে ব্যক্তি তাহার পর অর্থ্যাৎ ) ৫মক্ষনে গমন করে সে যেন(আল্লাহর পথে) একটি ডিম দান করিল। অতঃপর ইমাম যখন খুৎবাহ দেওয়ার জন্য বাহির হন তখন ফেরেশতাগণ যিকির শুনার জন্য উপস্থিত হন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন