ইসলাম ডেস্ক: প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা)’কে ভালবেসে ৯৮ বছর বয়সি এক বৃদ্ধা পবিত্র কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ওই বৃদ্ধা মহিলা এই ধরণের প্রতিযোগিতা মূলক আসরে অংশ নেয়ায় দেশটিতে চমক সৃষ্টি হয়েছে। মানুষের মুখে মুখে চলছে সেই আলোচনা। সম্প্রতি তিনি লিবিয়ার সাবহা শহরে তাজভিদ ও হেফজ বিভাগে অনুষ্ঠিত একটি কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
গত মে মাসের শেষ সপ্তাহে লিবিয়ার সাবহা শহরে গৃহিণী নারীদের জন্য ‘কোরআন পড়ুন সহজ করে’ শিরোনামে তাজভিদ ও হেফজ বিভাগে অনুষ্ঠিত চতুর্থতম আসরে ৯৮ বছরের ‘রোকাইয়া মুহাম্মদ বুর্শী’ নামক এক বৃদ্ধা নারী অংশগ্রহণ করেন।
সাবহা শহরে ‘বানুয়ানে পিশগাম’ নামক একটি সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে নিরক্ষরতা দূর করার জন্য এ কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে বুর্শি বলেন, গত বছর আমি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। সেবার আমি সফল হইনি, তবে এবার আমি প্রচণ্ডভাবে আশাবাদী। কারণ, বিগত বছরজুড়ে আমি এর জন্য নিজেকে প্রস্তুত করেছি।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় মোট ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতাটি দিন দিন সাবহা শহরে জনপ্রিয় হয়ে উঠছে।
সুত্র_৯ জুন, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/আরএম
সুত্র_৯ জুন, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/আরএম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন