গত মে মাসের শেষ সপ্তাহে লিবিয়ার সাবহা শহরে গৃহিণী নারীদের জন্য ‘কোরআন পড়ুন সহজ করে’ শিরোনামে তাজভিদ ও হেফজ বিভাগে অনুষ্ঠিত চতুর্থতম আসরে ৯৮ বছরের ‘রোকাইয়া মুহাম্মদ বুর্শী’ নামক এক বৃদ্ধা নারী অংশগ্রহণ করেন।
সাবহা শহরে ‘বানুয়ানে পিশগাম’ নামক একটি সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে নিরক্ষরতা দূর করার জন্য এ কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে বুর্শি বলেন, গত বছর আমি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। সেবার আমি সফল হইনি, তবে এবার আমি প্রচণ্ডভাবে আশাবাদী। কারণ, বিগত বছরজুড়ে আমি এর জন্য নিজেকে প্রস্তুত করেছি।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় মোট ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতাটি দিন দিন সাবহা শহরে জনপ্রিয় হয়ে উঠছে।
সুত্র_৯ জুন, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/আরএম
সুত্র_৯ জুন, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/আরএম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন