শনিবার, ২৭ জুন, ২০১৫

দাদির কামনা -মার্কিন প্রেসিডেন্ট ‘ওবামা যেন মুসলমান হয়’

1430147895_2 
ডেস্ক রিপোর্ট : যারা এখনো বিশ্বাস করেন যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একজন মুসলিম, তাদেরকে নিয়ে বিদ্রুপ করেছেন তিনি। গত শনিবার হোয়াইট হাউজের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে ওবামা বলেন, প্রেসিডেন্ট হওয়া কখনো সহজ নয়। ভঙ্গুর অভিবাসন ব্যবস্থা নিয়ে আমাকে কাজ করতে হয়, (রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের) ভেটোর হুমকি সামাল দিতে হয়, ইরানের সাথে আলোচনা করতে হয়, পাশাপাশি আবার দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের জন্য সময়ও বের করতে হয়। অনেক রিপাবলিকান ওবামাকে মুসলিম বলে সমালোচনা করেন। ২০১২ সালের এক জরিপে দেখা যায়, আমেরিকার ১৭ ভাগ নিবন্ধিত ভোটার মনে করেন যে ওবামা একজন মুসলিম। ওবামার বাবা ছিলেন কেনিয়ান বংশোদ্ভূত মুসলিম। তার বাবার বংশোধররা এখনো ইসলাম ধর্মাবলম্বী। সম্প্রতি ওবামার দাদি সারাহ ওমর এবং চাচা সাঈদ ওবামা পবিত্র ওমরাহ পালন করেছেন। তবে ওবামা একজন স্বঘোষিত খ্রিস্টান। ওবামার জন্য দোয়া করেছি, যেন সে মুসলমান হয় : ওদিকে, আমি ওবামার জন্য দোয়া করেছি, সে যেন মুসলমান হয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাদি সারাহ ওমর। সউদি আরবের পত্রিকা আল ওয়াতানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ওবামাকে মুসলমান হওয়ার জন্য আহ্বানও জানান। উল্লেখ্য গত ২২ এপ্রিল ২০১৫ তিনি পবিত্র ওমরাহ পালনে সউদি আরব গমন করেন। ৮৮ বছর বয়সী সারাহ ওমর বারাক ওবামার দাদা হোসাইন ওনিয়াঙ্গো ওবামার তৃতীয় স্ত্রী। তিনি একজন কেনিয়ান মুসলিম। বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরপরই গুঞ্জন শুরু হয় তিনি মুসলিম। তার নাম অনেক মিডিয়া বারাক হোসেন ওবামা হিসেবেও লিখেন। কিন্তু পরবর্তীতে তিনি নিজেই মুসলিম নন বলে স্বীকার করেন। ওবামার দাদির এই আহ্বান সেটা আবারো নিশ্চিত করল। তবে আমেরিকার জনগণের মধ্যে এটা নিয়ে বিতর্ক রয়েছে তিনি আসলে কোন ধর্মের। কারণ বংশগতভাবে তিনি মুসলমান হলেও বিভিন্ন অনুষ্ঠানে তিনি বাইবেল নিয়ে শপথ করেন এবং নিজেকে খ্রিস্টান বলে দাবি করেন। গত বছর আমেরিকায় পিউ নামের এক জনমত জরিপ সংস্থার জরিপ থেকে জানা যায়, আমেরিকার ১৮ ভাগ মানুষ মনে করেন তিনি মুসলিম আর ৩৪ ভাগ মানুষ মনে করেন খ্রিস্টান। সূত্র-আলওয়াতান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন