শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

কুরআনের এই পাণ্ডুলিপি


জার্মানিতে অবস্থিত University of Tübingen এর একটি গবেষক দল গত কয়েক বছর যাবত পবিত্র কুরআনের উৎপত্তি ও সংরক্ষণ (Coranica project) নিয়ে কাজ করে আসছে। গতকালই তারা প্রথমবারের মত তাদের খুঁজে পাওয়া একটি পাণ্ডুলিপি অনলাইনে প্রকাশ করেছে। কার্বন-১৪ টেস্টের সাহায্যে বয়স নির্ণয় করা কুরআনের এই পাণ্ডুলিপি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র ২০-৪০ বছর সময়কালের, যা এ যাবত প্রাপ্ত কুরআনের সবচেয়ে পুরনো পাণ্ডুলিপি। 

নিচে একটি নমুনা আপনাদের জন্য দেয়া হলো। এখানে সূরা ইসরার ৩৫ নং আয়াত (ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا) দিয়ে পৃষ্ঠাটি শুরু হয়েছে। লেখাগুলো পড়তে আপনাদের অসুবিধা হতে পারে, কারণ তা প্রাচীন হিজাজি স্টাইলে লেখা হয়েছে। তবে চেষ্টা করলে বুঝতে পারবেন ইন শা আল্লাহ। [ছবিতে যে লাল লাল বিন্দুগুলো দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু মূল পাণ্ডুলিপির অংশ নয়। বরং প্রায় আরো ১০০ বছর পরে অন্য কেউ এগুলো যোগ করেছে। উপরের গুলো জবর, পাশের গুলো পেশ আর নিচের বিন্দুগুলো দ্বারা যের বুঝানো হয়েছে।]

আপনারা ইচ্ছে করলে এখানে সম্পূর্ণ পাণ্ডুলিপি দেখতে পারেন- http://idb.ub.uni-tuebingen.de/diglit/MaVI165/0001?sid=cda73f55687fb0817f7b09d86c19783f


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন