রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশী যোদ্ধা কামাল মোস্তফা আলীর সমাধি ফলক


ছবি। দক্ষিণ লেবাননের শাতিলায় Palestinian Martyr Cemetery তে শায়িত বাংলাদেশী যোদ্ধা কামাল মোস্তফা আলীর সমাধি ফলক। ১৯৮২ সালের ২২শে জুলাই ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় উনি শহীদ হন। কামাল মোস্তফা আলীর জীবনবৃত্তান্ত কিছুই জানা যায়নি শুধু তার কবরের ফলকে লেখা সুরা আল-ইমরানের একটি আয়াত:

"আর যারা আল্লাহর রাহে নিহত হয়, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না। বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত।"

উত্‍স: দৈনিক আল-আখবার (একটি বৈরুত ভিত্তিক পত্রিকা)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন