রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

মানব সভ্যতায় মুসলিমদের অবদানঃ চেক


আমরা আধুনিক সময়ে অর্থ লেনদেনের কাজে যে ‘চেক’ ব্যবহার করি এটি এসেছে আরবি শব্দ ‘শ্যাক’ থেকে। শ্যাক ছিল পণ্যের মূল্য পরিশোধের জন্য একধরনের লিখিত চুক্তি এবং এ প্রথা আরবের মুসলিমদের মধ্যে প্রচলিত ছিল। বিপজ্জনক জায়গায় নগদ অর্থ পরিবহন না করার জন্যে এটি ছিল একটি নির্ভরযোগ্য বিকল্প উপায়। পরবর্তীতে ধীরে ধীরে এটি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠে। এর ফলে নবম শতাব্দীতে একজন মুসলিম ব্যবসায়ী বাগদাদে তার ব্যাঙ্ক থেকে নেয়া টাকা চীন এ গিয়ে ভাঙাতে পারতেন।

সোর্সঃ দি ইন্ডিপেনডেন্ট নিউজপেপার, ইউনাইটেড কিংডম (মার্চ ১১,২০০৬) ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন