রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

মানব সভ্যতায় মুসলিমদের অবদানঃ এস্ট্রোল্যাব যন্ত্র


ইতিহাসে তিনি মারিয়াম ‘আল-এস্ট্রোল্যাবি’ আল ইলিয়া নামে পরিচিত। মারিয়াম আল ইলিয়া ছিলেন একজন সম্রান্ত মুসলিমা যিনি দশম শতাব্দীতে সিরিয়ার আলেপ্পোতে বেড়ে উঠেন। তার বাবা বাগদাদের একজন বিখ্যাত এস্ট্রোল্যাব নির্মাতার শিক্ষানবিশ ছিলেন এবং পরবর্তীতে তিনি তার বাবার ছাত্র হিসেবে যোগ দেন। তার হাতে ডিজাইনকৃত ও তৈরি এস্ট্রোল্যাব অত্যন্ত চমৎকার ও সুক্ষ্ণ। তার এ কাজে মুগ্ধ হয়ে সে শহরের শাসক সাইফ আদ-দাওলা তাকে চাকরিতে নিয়োগ দেন। তিনি ৯৪৪-৯৬৭ পর্যন্ত সে চাকরিতে বর্তমান থাকেন।

এস্ট্রোল্যাব নামক যন্ত্র দিয়ে সূর্য,গ্রহ-নক্ষত্রের অবস্থান নির্ণয় করা হত। এছাড়াও এটা দিয়ে মুসলিমদের কিবলার দিক, নামাজের সময় নির্ণয়,রমজান মাসের শুরু ও ঈদের দিন নির্ধারণ করা হত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন