হুয়াইশেং (মেমোরিয়াল) মসজিদ চীনের গুয়াংচু শহরে অবস্থিত একটি মসজিদ। নৌকাসমূহের দিকনিদের্শনায় সাহায্য করত বলে এটিকে "বাতিঘর মসজিদ"-ও ডাকা হয়। ১৩০০ বছরেরও বেশি পুরনো এই মসজিদটি বিশ্বের সবচেয়ে প্রাচীন মসজিদগুলির একটি। এর মিনারটি ৩৬ ফুট উঁচু।
তৃতীয় খলিফা উসমান বিন আফফানের শাসনকালে চীনে ইসলামের আবির্ভাব ঘটে। বাইজান্টাইন ও ইরানীদের পরাস্ত করার পর খলিফা উসমান ৬৫০ খৃস্টাব্দে চীনা সম্রাটকে ইসলাম গ্রহণের আহবান জানিয়ে সেখানে একটি প্রতিনিধিদল পাঠান। নবী-করিম (সাঃ)য়ের মাতৃপক্ষীয় চাচা সা'দ ইবনে আবি ওয়াক্কাস প্রতিনিধিদলের নেতৃত্ব করেন। কিন্তু তার আগে নবী-করিম (সাঃ)য়ের জামানাতেই চীনে ইসলামের বার্তা বহন করে নিয়ে আসেন আরব বণিকেরা। আরব ইতিহাসে সাদ ইবনে আবি ওয়াক্কাসের চীন-যাত্রার বিস্তারিত উল্লেখ না পাওয়া গেলেও চীনের প্রাচীন তাং বংশীয় নথিপত্রে তার সংক্ষিপ্ত একটি বিবরণ লিপিবদ্ধ পাওয়া যায়। চীনা মুসলমানরা মনে করেন, চীনে ইসলামের আবির্ভাবের সূচনা হয়েছিল সা'দ ইবনে আবি ওয়াক্কাসের ঐ সফরের মধ্য দিয়ে। ইসলামের প্রতি অনুরাগের নিদর্শনস্বরূপ সম্রাট ইউং ওয়েই চীনে এই মসজিদ নির্মাণের আদেশ দেন। যা ছিল চীনে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ। তখন চীনে চলছিল তাং রাজবংশের রাজত্ব। মসজিদটি ১৩৫০ সালে পুনর্নির্মাণ করা হয় এবং ১৬৯৫ সালে এক অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেলে এটিকে আবার নির্মাণ করা হয়।
-- উইকিপিডিয়া ও দৈনিক সংগ্রামের একটি নিবন্ধ অবলম্বনে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন