গতকাল ৩ মে ছিল ইসলামের এক মহান বীরের চলে যাওয়ার দিন, আল ফাতিহ সুলতান দ্বিতীয় মুহাম্মাদ। ১৪৫৩ সালে তিনি রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের 'অজেয়' রাজধানী কন্সট্যান্টিনোপল বিজয় করার মাধ্যমে রোমান সাম্রাজ্যের কফিনে পেরেক ঠুকে দিয়েছিলেন। এ সময় তার বয়স ছিল মাত্র ২৩ বছর।পরবর্তীতে তিনি এর নামকরণ করেন 'ইসলামবোল' বা ইসলামের শহর।
ন্যায়বিচারক এই মুজাহিদ, ইমাম মোট ত্রিশ বছর শাসন করেন। তাকে প্রজারা বলতো 'ন্যায় বিচারের জনক'।
উসমানী খিলাফতের সপ্তম খলীফা সুলতান মুহাম্মাদ ফাতেহ (রহ) ছিলেন একজন মুজাহিদ সুলতান ,যাঁর মাধ্যমে নবী করিম (সাঃ) এর এর একটি ভবিষ্যতবাণী সত্য হয়েছে।হযরত বিশর বিন সুহাইম(রাঃ) থেকে সে ভবিষ্যত বাণীটি বর্ণিত হয়েছে-"নিশ্চয়ই তোমরা কন্সট্যান্টিপোল বিজয় করবে।তার আমীর উত্তম আমীর হবে এবং সেই বাহিনী উৎকৃষ্টতম সেনাবাহিনী হবে।"(মুসনাদে আহমদ ৪/৩৩৫, হাদীস : ১৮৯৫৭; মুসতাদরাকে হাকেম ৫/৬০৩, হাদীস : ৮৩৪৯; মুজামে কাবীর, তাবারানী, হাদীস : ১২১৬)মাত্র ২৪ বছর বয়সে তিনি বাইজেন্টাইন সম্রাজ্যের রাজধানী কন্সট্যান্টিপোল জয় করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন