গ্যালিলিওর ৬০০ বছর আগেই, আল বিরুনী লিখেছিলেন ও প্রমাণ করেছিলেন যে "পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে ঘুরে,এবং তার নিজস্ব কক্ষপথে সে সূর্যের চারিদিকে ঘুরে বা তার আহ্নিক ও বার্ষিক গতি আছে" তার এই আবিষ্কার তৎকালীন মুসলিম আলেমরা সমর্থন করেছিলেন, কিন্তু উল্টো গ্যালিলিও তার পাদ্রী সমাজের রোষের শিকার হয়েছিলেন।কুরআনেই যে আল্লাহ বলেনঃ"সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের। প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে।"-- (সুরা ইয়াসীনঃ ৪০)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন