প্রসংগ: ব্যংকের 'চেক' বই। নিজেদের ইতিহাস নিয়ে এত অজ্ঞতা! এ লজ্জা রাখি কোথায়?
লিখেছেন হক কথা ২০১৪-০৫-২৮ ১১:০২:১৬
আধুনিক বিশ্বে অর্থনৈতিক কর্মকান্ডের অন্যতম একটা অনুষঙ্গ হলো ‘চেক’। অর্থাৎ ব্যাংকের চেক বই।
আরব মুসলমানরা বাণিজ্যের জন্য সারা বিশ্বময় ছুটে বেড়িয়েছেন। চীন, পূর্ব এশিয়া, আফ্রিকা পশ্চিম বা পূর্ব ইউরোপ জুড়ে তাদের যাতায়াত ছিল অবারিত। কিন্তু পথিমধ্যে জলদস্যু কিংবা যাত্রা পথে বাণিজ্য বহর লুট হবার সমুহ সম্ভাবনার কারণে তারা নগদ স্বর্ণ বা রৌপ্যামুদ্রা বহনের চেয়ে মুদ্রার অংক, বাহকের নাম ও দিন তারিখ উল্লেখ পূর্বক এক বিশেষ কাগজের টুকরোর প্রচলন করে সেই নবম শতাব্দীর মাঝামাঝি সময়কালে। এটি ছিল একাকার লিখিত অঙ্গিকার পত্র, এর বাহককে উক্ত কাগজের টুকরোয় বর্ণিত অংকের মুদ্রা সরবরাহের নিশ্চয়তা! একে আরবরা বলত ‘সাক্ব্’।
বাণিজ্য ক্বাফেলা নিয়ে আরব বণিক সেই সূদুর চীনে বসেও তার মালামালের মুল্য লেন দেন করেছে এই ‘সাক্ব্’ এর মাধ্যমে। তার সরবরাহকৃত ‘সাক্ব’টি অনায়াসে গ্রহীতা বাগদাদের টাকশাল থেকে ক্যাশ করিয়ে নিতে পারত! আরব মুসলমানদের এই ‘সাক্ব্’ ই কালক্রমে ইউরোপিয়ানদের হাতে পড়ে হয়েছে ‘চেক’। আজ আমরা মুসলমানরা ‘সাক্ব’ না চিনলেও ‘চেক’ কে সবাই চিনি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন