আহমেদ আলী এফেন্দী, এভিয়েশনের ইতিহাসে তিনি বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ পাইলট। নাইজেরিয়ার বোরনো থেকে আগত আহমেদ উসমানীয় খিলাফার অধীনে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন।
'সভ্য পশ্চিমে' তখন আফ্রিকান কালো মানুষদের সাথে পশুর মত আচরণ করা হত। ব্রিটিশ অফিসাররা ঘাটে নিম্ন বর্ণের কুলিদের কাঁধে চড়ে নামতো; উত্তর আফ্রিকায় রাস্তার মাইন ক্লিয়ার করার জন্য কালো মানুষদের সামনে সামনে হাটানো হত,মাইন বিস্ফোরিত হলে যাতে কোন সাদার প্রাণ না যায়।
সেই সময় উসমানীয় খিলাফায় বড় বড় কমান্ডারের পদে ছিলেন কৃষ্ণাঙ্গ মুসলিমেরা। মুসলিমদের সাম্যের এ ইতিহাস নতুন নয়। অনেকেই হয়তো জানিনা স্পেন বিজয়ী বীর সেনাপতি তারিক বিন জিয়াদ (রহ) এসেছিলেন আফ্রিকার বারবার জনগোষ্ঠী থেকে। এতদিন রাসুলের (সঃ) বিদায় হজের ভাষণ যদি মুসলিমদের মনে থাকতো, তাহলে ক্লাউন দিয়ে 'মানবাধিকার কমিশন' বানানোর কোন দরকারই পড়তোনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন