হাজিয়া সোফিয়া- মধ্যযুগের সপ্তাশ্চর্যের একটি।১৪৫৩ খ্রিষ্টাব্দে কনস্ট্যান্টিনোপলে বাইজেন্টাইনদের রাজত্ব শেষ হয়৷ এর দখল নেন অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান মোহাম্মদ এবং তখন হাজিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন৷ প্রথমে একটি মিনার নির্মাণের মাধ্যমে রূপান্তরের কাজ শুরু হয়৷ এরপর ক্রস, ঘণ্টা এবং চিত্রকর্মের পরিবর্তন করা হয়৷
পরে অটোম্যান সাম্রাজ্যের পতন হলে এবং কামাল আতাতুর্ক তুরস্কের ক্ষমতায় প্রতিষ্ঠিত করলে তার কথিত ধর্মনিরপেক্ষতার অংশ হিসেবে ১৯৩৫ সালে এটিকে জাদুঘরে রূপান্তর করা হয়।
কিছুদিন আগে আয়া সফিয়ায় (পবিত্র প্রজ্ঞা) ৮৫ বছর পর অধ্যয়ন করা হলো পবিত্র কোরআনের বাণী।মহানবী সা. এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে তুরস্কের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ‘লাভ অব প্রফেট আয় সফিয়া’ অনুষ্ঠানের অংশ হিসেবে এখানে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
ছবিঃ অটোম্যান সাম্রাজ্যের সময় হাজিয়া সোফিয়া মসজিদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন