শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

আব্বাস ইবনে ফিরনাস


মুসলিম বিজ্ঞানীদের নামের তালিকায় আব্বাস ইবনে ফিরনাস নিঃসন্দেহে অত্যন্ত প্রভাবশালী এক নাম। তিনি একজন ইঞ্জিনিয়ার, ফিজিশিয়ান এবং কবি ছিলেন। বিভিন্ন উল্লেখযোগ্য এবং সৃজনশীল আবিস্কার তিনি রেখে গেছেন এ পৃথিবীতে। তবে তার অন্যতম উল্লেখযোগ্য একটি কাজের ক্ষেত্র হচ্ছে এভিয়েশন, যা আমরা অনেকেই জানি না।

এই স্পানিশ মুসলিম বিজ্ঞানী ইঞ্জিন বিহীন একটি গ্লাইডারের ডিজাইন করেছিলেন, এবং তা ব্যবহার করে আকাশে উড়তেও সক্ষম হয়েছিলেন। সময় ৮০০ সাল (-এর দিকে)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন