শুক্রবার, ২৬ জুন, ২০১৫

২৫ বছরের এক সুদর্শন যুবক


২৫ বছরের এক সুদর্শন যুবক 
যাকে কিনা মক্কার 
প্রতিটা নারীই কামনা করত সেই ২৫ 
বছরের সুদর্শন যুবকটি মক্কার সকল 
কুমারী নারীর পাণি প্রার্থনার 
আহ্ববান অগ্রাহ্য 
করে বিগতা যৌবণা ৩ টি সন্তানের 
মা ৪০ বছর বয়স্কা এক মধ্যবয়সী নারীর 
পাণি গ্রহন করল। তারপর একটানা ২৫ 
বছর তারা সংসার করল এবং তাদের 
ছেলে মেয়েও হল। যেই সুদর্শন 
যুবকটি তার বিবাহিত জীবনের ২৫ 
টি বছর কাটিয়ে দিল এক 
প্রৌঢ়া রমনীর সাথে আজ 
নাস্তিকরা আসছে সেই যুবকের 
চরিত্রের ব্যবচ্ছেদ করতে ! 
সৃস্টির সেরা রাসূলাল্লাহ 
সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামের উপর 
অসংখ্য দুরুদ বর্ষিত হোক 
যিনি কুসংস্কার এবং প্রচলিত 
কুপ্রথাকে দূরীভূত করার জন্য প্রেরিত 
হয়েছেন এবং তাঁর সাহাবী ও 
বংশধরদের উপর আল্লাহ 
সুবহানাতায়ালার রহমত বর্ষিত হোক; 
যাদের উত্তম প্রচেষ্টায় অন্ধকার 
যুগের কুসংস্কার সমূহ দূরীভুত হয়েছে। 
আল্লাহ সুবহানাতায়ালার 
সন্তুষ্টি তাঁদের উপর বর্ষিত হোক। 
রাসুলাল্লাহ সাল্লালাহু 
আলাইহি ওয়া সাল্লাম বলেছেন – 
“পাঁচটি অবস্থার 
আগে পাঁচটি অবস্থাকে সুবর্ণ সুযোগ 
মনে করো। 
১. বার্ধক্যের আগে যৌবন 
কে, 
২. অসুস্থতার আগে সুস্থতাকে, 
৩. সচ্ছলতাকে অসচ্ছলতার আগে, 
৪.অবসর 
সময় কে ব্যস্ততার আগে, 
৫. জীবন 
কে মূত্যুর আগে। [ তিরমিযী ]’’ 

ইয়া রাসুলাল্লাহ সাল্লালাহু 
আলাইহি ওয়া সাল্লাম! 
বাংলাদেশের প্রান্ত 
হতে আপনাকে জানাই হাজার 
সালাম। 
ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লাম ! আমার 
পিতা মাতা আপনার জন্য উত্সর্গিত 
হোক। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন