এক) চার খলীফা রাদিয়াল্লাহু আনহুম। এই চার জনের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামের আদর্শ এসে জমা হয়েছে।
(দুই) চার ইমাম। এই চার জনের মধ্যে দ্বীনের মূলধারার ইজতিহাদ জমা হয়েছে।
(তিন) আকীদার দুই ইমাম। আবুল হাসান আশআরী রহ.। আবুল মানসুর মাতুরীদি রহ.। এদের অনুসারীরাই আহলে সুন্নাত ওয়াল জামাত নামে পরিচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন