বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

----"মূর্খের পরিচয়"----

জনৈক প্রাজ্ঞজন বলেছেন, ছয়টি স্বভাবের মাধ্যমে মূর্খকে শনাক্ত করা সম্ভব :--
(১)- অযথা তুচ্ছ বিষয়ে রেগে উঠা।
অর্থাৎ, মানুষ, প্রাণী কিংবা অপ্রিয় কোনো জড় পদার্থের ব্যাপারেও রেগে উঠা।
এটি মূর্খতার লক্ষণ।

(২)- অর্থহীন কথা বলা।
সুতরাং, বোধশক্তিসম্পন্ন ব্যক্তির পক্ষে এমন কোনো উক্তি করা উচিত নয়, যা তার কোনো কাজে অাসবে না। এমন কথাকেই সে গুরুত্ব প্রদান করবে, যা তার দুনিয়া ও অাখেরাতের জন্য ফলদায়ক।

(৩)- অপাত্রে দান।
অর্থাৎ, মূর্খরা এমন ব্যক্তিকে দান করে, যাতে তার কোনো প্রতিদান লাভ হয় না।
এটিও মূর্খতার লক্ষণ।

(৪)- যার-তার কাছে গোপন 
কথা ফাঁস করে দেয়া।

(৫)- নির্বিচারে সকলের প্রতি ভরসা রাখা।
(৬)- শত্রু-মিত্রের পার্থক্য করতে না পারা।
অর্থাৎ, ব্যক্তিকে কার বন্ধুকে শনাক্ত করতে হবে, যাকে সে অনুসরণ করবে। এবং জানতে হবে কে তার শত্রু, যার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। শয়তান হচ্ছে মানুষের প্রধান শত্রু, সুতরাং সে যার নির্দেশ করে, তাকে পরিহার করতে হবে সর্বতোভাবে। 
_____________________________
অাল্লাহ অামাদের সবাইকে উক্ত  বিষয় গুলোর উপর অামল করার  তৌফিক দান করুন। অামিন.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন