১। মোহাম্মাদ আলি (জন্মঃ জানুয়ারি ১৭, ১৯৪২)
মুহাম্মদ আলীএকজন সাবেক মার্কিন মুষ্ঠিযোদ্ধা, ৩ বারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাপিয়ন এবং ওলিম্পিক লাইট-হেভিওয়েট স্বর্ণপদক বিজেতা। ১৯৯৯ সালে মুহাম্মদ আলীর নাম বিবিসি শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে।
আলী জন্মগ্রহণ করেছিলেন লুইসভিলা, কেন্টাকি তে। তার নাম তার বাবা ক্যাসিয়াস মারকেলাস ক্লে সিনিয়র এর নাম অনুসারেই রাখা হয়েছিল, যার নামকরণ করা হয়েছিল একজন দাসপ্রথা বিরোধী রাজনীতিবিদ ক্যাসিয়াস ক্লে এর নামানুসারে। ১৯৭৫ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করেন। তার মতে এ জন্য ভুমিকা রাখেন নেশন অফ মুসলিম এর প্রধান ডব্লু. ডি. মুহাম্মদ।
২।মাইক টাইসন (জন্মঃ ৩০শে জুন ১৯৬৬ সাল)
একজন আমেরিকান, বিশ্বের সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন
মাইক টাইসন।
একজন আমেরিকান, বিশ্বের সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন
মাইক টাইসন।
তিনি ব্রুকলিনে জন্মান।৬ই মার্চ ১৯৮৫তে টাইসনের অভিষেক হয়। ১৯৯২ সালে ধর্ষণ কেলেঙ্কারিতে কারাদন্ডে দণ্ডিত হন।এরপর তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন।
৩।কারিম আব্দুল-জব্বার (Lew Alcindor)
একজন আমেরিকান অবসরপ্রাপ্ত বাস্কেটবল প্লেয়ার, কোচ, অভিনেতা, এবং লেখক।
একজন আমেরিকান অবসরপ্রাপ্ত বাস্কেটবল প্লেয়ার, কোচ, অভিনেতা, এবং লেখক।
৪।আহমদ রুশদি
এমি পুরস্কার প্রাপ্ত সাবেক আমেরিকান ফুটবলার।
এমি পুরস্কার প্রাপ্ত সাবেক আমেরিকান ফুটবলার।
৫।তারিক আব্দুল ওয়াহিদ (অলিভিয়ের সেন্ট জাঁ)
ফ্রান্সের সাবেক বাস্কেটবল প্লেয়ার।
ফ্রান্সের সাবেক বাস্কেটবল প্লেয়ার।
৬।মহম্মদ ইউসুফ (ইউসুফ ইউহানা)
পাকিস্তানের ক্রিকেটার খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন।
পাকিস্তানের ক্রিকেটার খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন।
৭। রাশিদ ওয়ালেস
আমেরিকান বাস্কেটবল প্লেয়ার।
আমেরিকান বাস্কেটবল প্লেয়ার।
সংগঠক, রাজনীতিবিদঃ
৮।নেপোলিয়ন বোনাপার্ট (১৫ই আগস্ট, ১৭৬৯; এজাক্সিউ, করসিকা – ৫ই মে, ১৮২১; সেন্ট হেলেনা) ছিলেন ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল, ফ্রান্সের সম্রাট ও ইতালির রাজা ছিলেন।
৮।নেপোলিয়ন বোনাপার্ট (১৫ই আগস্ট, ১৭৬৯; এজাক্সিউ, করসিকা – ৫ই মে, ১৮২১; সেন্ট হেলেনা) ছিলেন ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল, ফ্রান্সের সম্রাট ও ইতালির রাজা ছিলেন।
“ইসলাম ধর্ম গ্রহন উপলক্ষে তিনি যে বানী প্রচার করেন………..তার দলিল কায়রোর কেন্দ্রীয় লাইব্রেরীতে এখোনো রক্ষিত আছে।
নেপোলিয়নের জীবনী বা তার বিজয় অভিযান গুলো নিয়ে যেসব বই রচিত হয়েছে তাতে তার ধর্ম সম্বন্ধে বিশেষ কিছু জানা না গেলে ও……..
তৎকালীন বিশেষ ব্যাক্তিদের ডায়েরীতে তার ইসলাম ধর্ম গ্রহনের সত্যতা পাওয়া যায়।
La cases নামক একজন নেপোলিয়নের খুব কাছের মানুষ ছিলেন।তার ডায়েরীতে নেপোলিয়নের ইসলাম ধর্ম গ্রহনের নিশ্চিত প্রমান পাওয়া যায়।
ডায়েরী টা ফরাসী সরকার আটক করে কঠোর গোপনীয়তা রক্ষা করে চলছে।কাউকে তা পড়তে দেয়া হয়না।
নেপোলিয়নের জীবনী বা তার বিজয় অভিযান গুলো নিয়ে যেসব বই রচিত হয়েছে তাতে তার ধর্ম সম্বন্ধে বিশেষ কিছু জানা না গেলে ও……..
তৎকালীন বিশেষ ব্যাক্তিদের ডায়েরীতে তার ইসলাম ধর্ম গ্রহনের সত্যতা পাওয়া যায়।
La cases নামক একজন নেপোলিয়নের খুব কাছের মানুষ ছিলেন।তার ডায়েরীতে নেপোলিয়নের ইসলাম ধর্ম গ্রহনের নিশ্চিত প্রমান পাওয়া যায়।
ডায়েরী টা ফরাসী সরকার আটক করে কঠোর গোপনীয়তা রক্ষা করে চলছে।কাউকে তা পড়তে দেয়া হয়না।
পরবর্তীকালে তাকে যখন সেন্ট হেলেনায় নির্বাসন দেয়া হয়……তখন আলোচনা প্রসঙ্গে তাকে বহুবার We muslims এই বাক্য ব্যবহার করতে দেখা গেছে।
তাছাড়া পোপ কতৃক মুকুট গ্রহন করতে ও তিনি সম্মতি প্রদান করেননি।
সবশেষে…..নেপোলিয়ন তার আত্মজীবনীতে কুরআন ও মহানবী নিয়ে এমন সব প্রশংসাসূচক বাক্য ব্যবহার করেন তা কেবল একজন নিষ্ঠাবান মুসলিমের পক্ষেই সম্ভব—-
“আমি প্রশংসা করি স্রষ্টার এবং আমার শ্রদ্বা রয়েছে নবী ও পাক কুরআনের প্রতি.। ………..আমি আশা করি সে সময় খুব দূরে নয় যখন সব কটি দেশের শিক্ষিত লোকেরা এক হয়ে কুরআনের নীতিসমূহকে মেনে চলে মানুষকে শান্তির পথে নিয়ে আসবেন”
“আমি প্রশংসা করি স্রষ্টার এবং আমার শ্রদ্বা রয়েছে নবী ও পাক কুরআনের প্রতি.। ………..আমি আশা করি সে সময় খুব দূরে নয় যখন সব কটি দেশের শিক্ষিত লোকেরা এক হয়ে কুরআনের নীতিসমূহকে মেনে চলে মানুষকে শান্তির পথে নিয়ে আসবেন”
৯।ম্যালকম এক্স (জন্মঃ ১৯শে মে, ১৯২৫ – ২১শে ফেব্রুয়ারি, ১৯৬৫)
ছিলেন একজন আফ্রিকান-মার্কিন মুসলিম রাজনীতিবিদ ও ধর্মীয় নেতা, যিনি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের মানবাধিকার আদায়ের আন্দোলনে অন্যতম অংশগ্রহণকারী ছিলেন। নাম ছিল ম্যালকম লিট্ল এবং ইসলামে ধর্মান্তরিত হলে তাঁর নতুন নাম করন হয় ম্যালকম এক্স। তিনি আল-হাজ্জ মালিক আল-শাব্বাজ নামেও পরিচিত।
ছিলেন একজন আফ্রিকান-মার্কিন মুসলিম রাজনীতিবিদ ও ধর্মীয় নেতা, যিনি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের মানবাধিকার আদায়ের আন্দোলনে অন্যতম অংশগ্রহণকারী ছিলেন। নাম ছিল ম্যালকম লিট্ল এবং ইসলামে ধর্মান্তরিত হলে তাঁর নতুন নাম করন হয় ম্যালকম এক্স। তিনি আল-হাজ্জ মালিক আল-শাব্বাজ নামেও পরিচিত।
তাঁর বয়স তেরো হলে তাঁর পিতা মৃত্যুবরণ করে এবং তাঁর মাতা মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার ফলে তাকে অনেক পালক পরিবারদের মাঝে ধারাবাহিকভাবে থাকতে হয়। বস্টন এবং নিউ ইয়র্ক শহরে ম্যালকম লিট্ল বেশ্যামী, ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কাজে নিযুক্ত থাকেন। ১৯৪৬ সালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং আদালত তাঁকে ছয় বছরের জন্য কারাদন্ডের আদেশ দেয়।
বন্দিকালে ম্যালকম লিট্ল শিয়া ইসলামে ধর্মান্তরিত হন এবং একটি ইসলামী দল, নেশন অব ইসলামের সদস্য হন। ১৯৫২ সালে তাঁর বন্দির শর্তাধীন মুক্তি হলে তিনি তাঁর বংশনাম সরিয়ে এক্স রাখেন এবং ম্যালকম এক্স হিসাবে পরিচয় লাভ করেন। ম্যালকম এক্স পরে নেশন অব ইসলামের অন্যতম নেতা ও প্রধান মুখপাত্র নিযুক্ত হন। অন্তত বারো বছরের জন্য ম্যালকম এক্স নেশন অব ইসলামের সদস্য হিসাবে প্রচারমাধ্যমে জনতার মধ্যে পরিচিত ছিলেন।নেশন অব ইসলামের প্রধান, এলাইজাহ মুহাম্মাদের সাথে ম্যালকম এক্স-এর বিবাদ সৃষ্টি হলে ম্যালকম এক্স নেশন অব ইসলাম প্রস্থান করেন।
নেশন অব ইসলাম প্রস্থান করার পর, ম্যালকম এক্স সুন্নী ইসলামে ধর্মান্তরিত হন এবং মক্কায় হজ করেন, যার পর থেকে তিনি জাতিভেদ অস্বীকার করেন। তিনি একটি ইসলামী দল, মুসলিম মস্ক এবং সকল আফ্রিকান-মার্কিনদের জন্য একটি ধর্ম নিরপেক্ষ দল, অরগানাইজেশন অব আফ্রো-আমেরিকান ইউনিটি প্রতিষ্ঠান করেন। নেশন অব ইসলাম প্রস্থান করার এক বছরের থেকেও কম সময়ের মধ্যে, ১৯৬৫ সালের ২১শে ফেব্রুয়ারি, নিউ ইয়র্কে ম্যালকম এক্স জনতার সামনে একটি বক্তৃতাদানের সময়, কিছু ঘাতক তাঁকে গুলি করে হত্যা করে।
১০।মারিও স্কিয়ালোজা (জুলাই ২৯, ১৯৩০ এ জন্মগ্রহণ)
ইতালীয় রাষ্ট্রদূত এবং বিশ্ব মুসলিম লীগের সভাপতি.
অবসরপ্রাপ্ত ইতালীয় কূটনীতিক, . ১৯৯৪ থেকে ১৯৯৬ সৌদি আরবে সর্বশেষ পোস্ট রাষ্ট্রদূত ছিলেন। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের ইতালি উপ স্থায়ী প্রতিনিধি ছিলেন। ১৯৮৮ সালে ইসলামে রূপান্তরিত হোন।
ইতালীয় রাষ্ট্রদূত এবং বিশ্ব মুসলিম লীগের সভাপতি.
অবসরপ্রাপ্ত ইতালীয় কূটনীতিক, . ১৯৯৪ থেকে ১৯৯৬ সৌদি আরবে সর্বশেষ পোস্ট রাষ্ট্রদূত ছিলেন। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের ইতালি উপ স্থায়ী প্রতিনিধি ছিলেন। ১৯৮৮ সালে ইসলামে রূপান্তরিত হোন।
১১।কিথ ইলসন
আমেরিকান, মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেস নির্বাচিত প্রথম মুসলিম,ক্যাথলিক ধর্ম থেকে ধর্মান্তরিত হোন।
আমেরিকান, মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেস নির্বাচিত প্রথম মুসলিম,ক্যাথলিক ধর্ম থেকে ধর্মান্তরিত হোন।
১২।এনড্রু কার্সন
সাবেক ব্যাপটিস্ট, মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেস ম্যান হিসেবে দ্বিতীয় মুসলিম।
সাবেক ব্যাপটিস্ট, মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেস ম্যান হিসেবে দ্বিতীয় মুসলিম।
লেখক,সাংবাদিকঃ
১৩।Marmaduke Pickthall (৭ এপ্রিল ১৮৭৫ – ১৯ মে ১৯৩৬)
একজন পশ্চিমী ইসলামী পণ্ডিত ছিলেন। তিনি কোরআনের ইংরেজি অনুবাদের জন্য সুপরিচিত। খ্রিস্টান ধর্ম থেকে রূপান্তরিত, Pickthall, একজন ঔপন্যাসিক সেই সাথে একজন সাংবাদিক ছিলেন।
১৩।Marmaduke Pickthall (৭ এপ্রিল ১৮৭৫ – ১৯ মে ১৯৩৬)
একজন পশ্চিমী ইসলামী পণ্ডিত ছিলেন। তিনি কোরআনের ইংরেজি অনুবাদের জন্য সুপরিচিত। খ্রিস্টান ধর্ম থেকে রূপান্তরিত, Pickthall, একজন ঔপন্যাসিক সেই সাথে একজন সাংবাদিক ছিলেন।
তিনি লন্ডন ওয়েস্ট মুসলিম সাহিত্য সমিতি থেকে, নভেম্বর ২৯, ১৯১৭ এ ‘ইসলাম ও অগ্রগতির’ একটি বক্তৃতা প্রদানের পর নাটকীয় ভাবে তার ইসলামে রূপান্তরের ঘোষণা করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ওয়াশিংটন ডিসি মুসলিম কর্মী এবং মসজিদ আল ইসলামের পরিচালক ছিলেন।তার মোসলিম নাম ছিল মোহাম্মাদ ।
১৪।এলসা কাজী(১৮৮৪-১৯৬৭)
নাটক, ছোট গল্প, উপন্যাস ও ইতিহাস, এবং তিনি তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ জার্মান কবি ও লেখক ছিলেন।
নাটক, ছোট গল্প, উপন্যাস ও ইতিহাস, এবং তিনি তার সময়ের অন্যতম শ্রেষ্ঠ জার্মান কবি ও লেখক ছিলেন।
১৫।Yvonne Ridley
ব্রিটিশ সাংবাদিক তিনি তালিবান কর্তৃক অপহরণ ও মুক্তি পাওয়ার পর রূপান্তরিত হোন।
ব্রিটিশ সাংবাদিক তিনি তালিবান কর্তৃক অপহরণ ও মুক্তি পাওয়ার পর রূপান্তরিত হোন।
১৬।যায়ীদ শাকির
আমেরিকান, মুসলিমে রূপান্তরিত সাবেক ব্যাপটিস্ট, স্পিকার, বুদ্ধিজীবী, ও লেখক।
আমেরিকান, মুসলিমে রূপান্তরিত সাবেক ব্যাপটিস্ট, স্পিকার, বুদ্ধিজীবী, ও লেখক।
১৭।মাইকেল ওলফ
আমেরিকান কবি, লেখক এবং ঐক্য প্রোডাকসন্স ফাউন্ডেশনের সভাপতি এবং নির্বাহী প্রযোজক।
আমেরিকান কবি, লেখক এবং ঐক্য প্রোডাকসন্স ফাউন্ডেশনের সভাপতি এবং নির্বাহী প্রযোজক।
১৮।লরেন বুথ
টনি ব্লেয়ার এর শ্যালিকা।তার ভাষায় ইরানে একটি ‘পবিত্র অভিজ্ঞতা’র
সম্মুখিন হওয়ার পরে ইসলামের রূপান্তরিত হয়েছেন।
টনি ব্লেয়ার এর শ্যালিকা।তার ভাষায় ইরানে একটি ‘পবিত্র অভিজ্ঞতা’র
সম্মুখিন হওয়ার পরে ইসলামের রূপান্তরিত হয়েছেন।
১৯।সালমান ফারসি
তিনি ছিলেন Zoroastrian সমপ্রদায় ভুক্ত। যারা ছিল খ্রিস্টান থেকে একটি রূপান্তর।
তিনি ছিলেন Zoroastrian সমপ্রদায় ভুক্ত। যারা ছিল খ্রিস্টান থেকে একটি রূপান্তর।
শিল্পীঃ
২০।আইস কিউব (জন্মঃ জুন ১৫, ১৯৬৯ )
আসল নাম ও’সিয়া জ্যাকসন। একজন আমেরিকান রাপার, অভিনেতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক.।
২০।আইস কিউব (জন্মঃ জুন ১৫, ১৯৬৯ )
আসল নাম ও’সিয়া জ্যাকসন। একজন আমেরিকান রাপার, অভিনেতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক.।
ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান সঙ্গে একটি সাক্ষাত্কারে , আইস কিউব বলেন তিনি একজন মুসলিম। ১৯৯০ সালে তিনি পরিবর্তিত হয়েছেন।
২১।জারমেইন জ্যাকসন (জন্ম ১১ ই ডিসেম্বর ১৯৫৪)
সাবেক জ্যাকসন ফাইভ এর সদস্য। মাইকেল এবং জ্যানেট জ্যাকসন এর ভাই।
সাবেক জ্যাকসন ফাইভ এর সদস্য। মাইকেল এবং জ্যানেট জ্যাকসন এর ভাই।
২২।জ্যানেট জ্যাকসন
মাইকেল জ্যাকসনের ছোট বোন জ্যানেট জ্যাকসন।
এ পর্যন্ত তার ১০টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। সঙ্গীত ছাড়াও জ্যানেট একাধিক চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।
৪৬ বছর বয়সী জ্যানেট মধ্যপ্রাচ্যের এক বিলিওনিয়ার “মানা” কে বিয়ে করে মুসলমান ধর্মে ধর্মান্তরিত হোন।বর্তমানে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে বসবাস করছেন।
মাইকেল জ্যাকসনের ছোট বোন জ্যানেট জ্যাকসন।
এ পর্যন্ত তার ১০টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। সঙ্গীত ছাড়াও জ্যানেট একাধিক চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।
৪৬ বছর বয়সী জ্যানেট মধ্যপ্রাচ্যের এক বিলিওনিয়ার “মানা” কে বিয়ে করে মুসলমান ধর্মে ধর্মান্তরিত হোন।বর্তমানে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে বসবাস করছেন।
২৩।এ আর রাহমান(জন্ম ৬ই জানুয়ারি ১৯৬৬ )
পুরো নাম আল্লাহ রাক্ষা রহমান। একজন ভারতীয় সুরকার, গায়ক, গীতিকার, সঙ্গীত প্রযোজক , সঙ্গীতজ্ঞ। ইসলাম ধর্ম গ্রহন করার পূর্বে তার নাম ছিল দিলিপ কুমার।১৯৮৯ সালে তার মায়ের বিশ্বাসের পথ ধরে ইসলামে রূপান্তরিত হোন।
পুরো নাম আল্লাহ রাক্ষা রহমান। একজন ভারতীয় সুরকার, গায়ক, গীতিকার, সঙ্গীত প্রযোজক , সঙ্গীতজ্ঞ। ইসলাম ধর্ম গ্রহন করার পূর্বে তার নাম ছিল দিলিপ কুমার।১৯৮৯ সালে তার মায়ের বিশ্বাসের পথ ধরে ইসলামে রূপান্তরিত হোন।
২৪।ডেভ চ্যাপেল(জন্ম ২৪ আগস্ট ১৯৭৩)
একজন আমেরিকান কৌতুকাভিনেতা, চিত্রনাট্যকার, টেলিভিশন / চলচ্চিত্র প্রযোজক ও অভিনেত।
চ্যাপেলে ১৯৯৮ সালে ইসলামে রূপান্তরিত হোন। তার দুই ছেলের নাম সোলায়মান ও ইব্রাহিম।
একজন আমেরিকান কৌতুকাভিনেতা, চিত্রনাট্যকার, টেলিভিশন / চলচ্চিত্র প্রযোজক ও অভিনেত।
চ্যাপেলে ১৯৯৮ সালে ইসলামে রূপান্তরিত হোন। তার দুই ছেলের নাম সোলায়মান ও ইব্রাহিম।
২৫।কেট স্টিভেন (জন্মঃ ২১ জুলাই ১৯৪৮)
ব্রিটিশ সুরকার, গীতিকার, শিক্ষাব্রতী, এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী।
তার মুসলিম নাম, ইউসুফ ইসলাম, তিনি ১৯৭৯ সালে ইসলাম গ্রহণ করেন।
ব্রিটিশ সুরকার, গীতিকার, শিক্ষাব্রতী, এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী।
তার মুসলিম নাম, ইউসুফ ইসলাম, তিনি ১৯৭৯ সালে ইসলাম গ্রহণ করেন।
২৬।দাউদ ওয়ার্নসবি আলী (David Wharnsby)
কানাডিয়ান গায়ক ও কবি।
কানাডিয়ান গায়ক ও কবি।
২৭।স্টিভেন বার্নার্ড হিল( Stevie B)
আমেরিকান গায়ক, গীতিকার, রেকর্ড প্রযোজক।
আমেরিকান গায়ক, গীতিকার, রেকর্ড প্রযোজক।
২৮।সমিতা দেবি
বাংলা অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা।
বাংলা অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা।
অনান্যঃ
২৯।শেখ শরফুদ্দিন খালিফা
একটি ক্যাথলিক পরিবারে জন্ম শেখ শরফুদ্দিন খালিফার। ৫ বছর বয়সে সে ১০০০ মানুষকে ইসলামে রূপান্তরিত করেছে।
২৯।শেখ শরফুদ্দিন খালিফা
একটি ক্যাথলিক পরিবারে জন্ম শেখ শরফুদ্দিন খালিফার। ৫ বছর বয়সে সে ১০০০ মানুষকে ইসলামে রূপান্তরিত করেছে।
৩০। বেত্তী সাহবাজ
ম্যালকম এক্স এর স্ত্রী; সাবেক মেথডিস্ট.
ম্যালকম এক্স এর স্ত্রী; সাবেক মেথডিস্ট.
৩১। জন নেলসন
১৫৮৩ সালে প্রথম ইংরেজ মুসলিম হওয়ার রেকর্ড করেছেন।
১৫৮৩ সালে প্রথম ইংরেজ মুসলিম হওয়ার রেকর্ড করেছেন।
৩২। অ্যান্টনি গ্রীন (আব্দুল রাহিম সবুজ)
এখন তিনি ইসলামী লেকচারার।
এখন তিনি ইসলামী লেকচারার।
৩৩। হামজা ইউসুফ
আমেরিকান গ্রীক অর্থোডক্স থেকে রূপান্তর।
যায়তুনা ইনস্টিটিউটের কর্ণধার।
আমেরিকান গ্রীক অর্থোডক্স থেকে রূপান্তর।
যায়তুনা ইনস্টিটিউটের কর্ণধার।
৩৪। James Yee
একজন প্রাক্তন মার্কিন সেনা অফিসার ছিলেন।
একজন প্রাক্তন মার্কিন সেনা অফিসার ছিলেন।
৩৫।সিরাজ ওয়াহাজ
আফ্রিকান আমেরিকান ইমাম, ব্রুকলিন এর মাদক সমস্যার সমাধান তার প্রচেষ্টার জন্য সুপরিচিত। উত্তর আমেরিকায় মুসলিম জোটের আমির।
আফ্রিকান আমেরিকান ইমাম, ব্রুকলিন এর মাদক সমস্যার সমাধান তার প্রচেষ্টার জন্য সুপরিচিত। উত্তর আমেরিকায় মুসলিম জোটের আমির।
৩৬।শায়লা মুসাজি
আমেরিকান মুসলিম পত্রিকার প্রতিষ্ঠাতা।
আমেরিকান মুসলিম পত্রিকার প্রতিষ্ঠাতা।
৩৭। Yahiya Emerick
আমেরিকান মুসলিম পণ্ডিত, উত্তর আমেরিকার ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি।তিনি প্রোটেস্ট্যান্ট থেকে রূপান্তরিত।
আমেরিকান মুসলিম পণ্ডিত, উত্তর আমেরিকার ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি।তিনি প্রোটেস্ট্যান্ট থেকে রূপান্তরিত।
৩৮। হুসেন ঈয়্যা
চীনা বংশোদ্ভুত ইসলামী পণ্ডিত যার বক্তৃতা
ঘন ঘন পিস টিভিতে সম্প্রচারিত হয়।
চীনা বংশোদ্ভুত ইসলামী পণ্ডিত যার বক্তৃতা
ঘন ঘন পিস টিভিতে সম্প্রচারিত হয়।
৩৯। ইউসুফ চেম্বারস
তিনি পিস টিভি, ইসলাম চ্যানেল, আল জামুআহ পত্রিকা ইত্যাদি অনেক সংগঠনের সাথে যুক্ত হয়েছেন।
তিনি পিস টিভি, ইসলাম চ্যানেল, আল জামুআহ পত্রিকা ইত্যাদি অনেক সংগঠনের সাথে যুক্ত হয়েছেন।
৪০। জেফরি ল্যাঙ
আমেরিকান, কানসাস বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ।
আমেরিকান, কানসাস বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ।
৪১। আমির বাটলার
লেখক, প্রকৌশলী ও ইসলামী কর্ম।
লেখক, প্রকৌশলী ও ইসলামী কর্ম।
৪২। ইব্রাহিম হুপার (ডগলাস হুপার)
আমেরিকান ইসলামী কর্মী
আমেরিকান ইসলামী কর্মী
৪৩। জেমিনা গোল্ডস্মিথ
ব্রিটিশ, ইহুদীধর্ম থেকে মুসলিম হয়েছেন।তিনি ইমরান খান এর প্রাক্তন স্ত্রী।
ব্রিটিশ, ইহুদীধর্ম থেকে মুসলিম হয়েছেন।তিনি ইমরান খান এর প্রাক্তন স্ত্রী।
৪৪। Loon (আমির জুনায়েদ মুহাদিত)
আমেরিকান হিপ হপ শিল্পী
আমেরিকান হিপ হপ শিল্পী
অপ্রমাণিতঃ
মাইকেল জোসেফ জ্যাকসন (জন্ম: আগস্ট ২৯, ১৯৫৮– মৃত্যু: জুন ২৫, ২০০৯)[১] একজন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী এবং সমাজসেবক।
মাইকেল জোসেফ জ্যাকসন (জন্ম: আগস্ট ২৯, ১৯৫৮– মৃত্যু: জুন ২৫, ২০০৯)[১] একজন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী এবং সমাজসেবক।
অনেক সংবাদ মাধ্যমে মাইকেল জ্যাকসন ২০০৮ সালে ইসলামের রূপান্তরিত হয়েছিল বলে ছড়িয়ে পরে।. এই তথ্যের মূল উৎস “দি সান” নামক যুক্তরাজ্যের একটি বিখ্যাত ট্যাবলয়েড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন