গতকাল এরোদগান আমেরিকা সফরে গেছেন। আগামী সপ্তাহে উদ্ভোধন করবেন আমেরিকার বৃহত্তম মসজিদ। মসজিদটি ওয়াশিংটন ডিসির ম্যারিলেন্ডে অবস্থিত।
.
তুরস্ক সরকারের অর্থায়নে মসজিদটি নির্মিত হয়েছে। দুই মিনার বিশিষ্ট ছবিটিই মূল মসজিদ এবং পার্শ্ববর্তী আরো অনেক ভবন রয়েছে যা ইসলামী কমপ্লেক্স এর আওতায়। আশা করা হচ্ছে এই মসজিদটি আমেরিকার মাটিতে ইসলাম প্রচারে বিশাল ভূমিকা রাখবে।
.
মসজিদ উদ্ভোধনে বারাক ওবামা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওয়াশিংটন প্রবাসী সকল বাংলাদেশী মুসলমান ভাই বোনদের প্রতি আগাম দাওয়াত রইল... (ছবি এবং বর্ণনা সংগৃহিত)
.
ধীরে ধীরে সবকিছুই আমাদের অনুকূলে আসছে। এভাবে চলতে চলতে এবং আমাদের মুসলমান অধিপতিদের দূরদর্শীতায় একদিন গোটা পৃথিবীতে ক্বায়েম হবে ইমলামের ঝাণ্ডা। সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করবে সবাই। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীন-ইসলামের জন্য কবুল করেন। আমীন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন