রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

স্পেনের রমণিরা শিক্ষা বণ্ঞিত ছিল না৷


মুসলমানদের সময়কালে স্পেনের রমণিরা শিক্ষা বণ্ঞিত ছিল না৷ সে সময় তাদের অবস্থান শিক্ষার সর্বোচ্চ শিখড়ে ছিল৷ যেকোন শাস্ত্রে তাদের ভূতপত্তি ছিল৷ পাঠদান, কাব্যশাস্ত্র চিকিৎসাশাস্ত্র, জোতির্বিদ্যা সহ শিক্ষার সর্ব অঙ্গনে তাদের অবাদ বিচরণ ছিল৷
তৎকালীন বাদশাহ, অমির, উজিরদের ছেলে মেয়েদের পাঠদান সাধারণত স্প্যনিশ রমণিদের হাতেয় হত৷ এ থেকেই তৎকালিন শিক্ষাব্যবস্থায় তাদের প্রভার বুঝা যায়৷
তখন একটা মেয়ের সম্মান শিক্ষা দিয়েই যাচাই করা হত৷ মেয়ে যত শিক্ষিত হত মানুষের কাছে তার মূল্য ততবেশি হত৷
ইবনে হাযাম উন্দুলুসি তাওকুল হামামা নামক কিতাবে এ ধরনের বহু ঘটনা উল্ল্যখ করেছেন৷ এমনকি তিনি নিজেও পড়েছেন নারীর কাছে৷
স্প্যনিশ ক্লাবের যারা ফ্যান৷, রিয়েল মাদ্রিদ, বার্সা নামে যারা ব্যকুল৷মেসি, নেইমার ,রোনাল্ডোর খেলা রাত জেগে দেখতে না পারলে জীবনের কোন অর্থ খুজে পান না তারা কী জানেন এ সব অামাদের ছিল ?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন