বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

কে ছিলেন ডঃ আব্দুর রহমান সুমাইত?


আমরা মাদার তেরেসা বা তাদের মত অনেককে চিনলেও ডঃ আব্দুর রহমান সুমাইতকে চিনিনা। দেখে নেয়া যাক তার কর্মবহুল জীবনের কিছু দিকঃ

– তিনি আফ্রিকায় ২৯ বছর ধরে ইসলামের প্রচার করেন।

– আফ্রিকার ২৯টা দেশে ১১ মিলিয়ন [১ কোটি ১০ লাখ] মানুষ তাঁর হাতে [অনুপ্রেরণায়] ইসলাম গ্রহণ করেছে।

– তিনি ২৯ বছর আফ্রিকায় ইসলাম প্রচার প্রসারের কাজ করেন।

– আফ্রিকার মুসলিমদের জন্য Direct Aid নামে একটি ইসলামি ত্রাণ সংস্থা প্রতিষ্ঠা করেন।

– ১৫০০০ অধিক অনাথ ইয়াতিমের ভরন পোষণ দেন বা লালন পালন করেন।

– ৫৭০০ এর অধিক মসজিদ নির্মান করেন।

– ১২৪ টি হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

– ৯৫০০ বিশুদ্ধ পানির কূপ বা কুয়া নির্মাণ করেন।

– ৮৬০ স্কুল নির্মাণ করেন।

– ৪ টি ইউনিভার্সিটি নির্মাণ করেন।

– ৯৫০০০ মুসলিম ছাত্রের পড়াশুনার খরচ বহন করেন।

– ২১৪ টা নারী প্রশিক্ষণ কেন্দ্র

– ২০৪ টি ইসলামিক দাওয়া সেন্টার নির্মাণ করেন।

– ৮৪০ টি কুরআন শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন।

– ৬ মিলিয়ন কুরআন মাজীদ নতুন মুসলমানদের মধ্যে বিতরণ করেন।

– ৪০ টি দেশে গরিবদের জন্য ইফতারীর ব্যবস্থা করতেন।

শুধু নিজের তৈরী সংস্থার দাওয়ার মাধ্যমে, মাশাআল্লাহ, আফ্রিকার ৭ মিলিয়নের বেশী মানুষকে তিনি ইসলামের সুশীতল ছায়ায় আনতে পেরেছেন। যখন তাঁর সম্পর্কে কেউ ভাল কিছু বলত, তিনি উত্তর দিতেনঃ

"প্রিয় ভাই, আমরা কোন ব্যক্তির কাছ থেকে প্রতিদানের জন্য অপেক্ষা করিনা। আমরা ফিল্ড ওয়ার্কে ব্যস্ত। আমরা শুধু অপেক্ষা করি এবং দুআ করি যে সর্বশক্তিমান আল্লাহ আমাদের একান্ত প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের কাজে সাহায্য করেন”।

ইসলামের খিদমতকারী এই শেইখ আব্দুর রহমান বিন হামূদ আস সুমাইত ১৫ আগস্ট, ২০১৩ তারিখে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন