রিফে মাগরিব থেকে স্প্যানিশ দখলদার নাকে খত দিয়ে বিদায় করবার পর আমীর মুহাম্মাদ বিন আব্দিল কারিম আল খাত্তাবি নজর দেন রিফে মাগরিবে অনুপ্রবেশকারী ফ্রেঞ্চ দখলদারদের দিকে।
#ইতিহাসের_এই_দিনে ১৯২৫ সালের ১২ এপ্রিল, কয়েক হাজার গেরিলা নিয়ে আমীর খাত্তাবি ফ্রেঞ্চ সৈন্যবাহিনীর উপর ঝটিকা আক্রমণ চালিয়ে রিফকে ক্রুসেডারমুক্ত করেন। ফ্রেঞ্চদের দেয়া হিসেবেই তাদের ১০০০ সৈন্য মারা যায়, নিখোঁজ হয় আরও ১০০০ আর আহত হয় ৩৭০০ জন। অপরপক্ষে মুজাহিদদের মধ্যে হতাহত ছিল একেবারেই কম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন