বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

সুলতান দ্বিতীয় মুহাম্মাদ


৩০ মার্চ, ১৪৩২ সালে সুলতান মুরাদের ঘরে জন্ম গ্রহণ করেন সুলতান দ্বিতীয় মুহাম্মাদ । পিতার মৃত্যুর পর শাসনক্ষমতা গ্রহণ করে তিনি তার জীবনের স্বপ্ন, পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী 'কন্সট্যান্টিনোপল' বিজয়ের প্রস্তুতি নিতে থাকেন। ১৪৫৩ সালে তার নেতৃত্বে মুসলিমেরা এ শহর পদানত করে। এর ফলে রাসুলুল্লাহ (সঃ) এর ভবিষৎবাণী বাস্তবায়িত হয় যে মুসলিমেরা রোমের আগে কন্সট্যান্টিনোপল বিজয় করবে।

সুলতানের সারাটি জীবন কেটেছে জিহাদের ময়দানে। তার হাত ধরে মুসলিমেরা বলকানের একটা বড় অংশ বিজয় করে। 

মহান এ সুলতান ১৪৮১ সালে ইন্তেকাল করেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন