বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

আজ থেকে ৮২৩ বছর আগে, ১১৯৩ সালের ৪ মার্চ


আজ থেকে ৮২৩ বছর আগে, ১১৯৩ সালের ৪ মার্চ মুসলিম উম্মাহকে কাঁদিয়ে চলে যান মসজিদুল আকসা বিজয়ী মুসলিমদের হৃদয়ের সুলতান, সালাহউদ্দিন ইউসুফ বিন আয়্যুবি রাহমাতুল্লাহি আলাইহি। বিশাল সাম্রাজ্যের সুলতান থাকা অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নেন অত্যন্ত দরিদ্র,সাদাসিধে অবস্থায়। সালাহউদ্দিন আইয়ুবির জীবনে দুটি স্বপ্ন ছিলঃ ১।মসজিদুল আকসা বিজয় ২।পবিত্র হজ্বব্রত পালন। প্রথমটি তিনি করেছেন। কিন্তু হজ্ব করার মত প্রয়োজনীয় ব্যাক্তিগত অর্থ সম্পত্তি কখনোই হয়ে না উঠায়, জিহাদে ব্যাতিব্যাস্ত থাকায়, এবং রাস্ট্রীয় খরচে হজ্বে যাওয়াকে অপছন্দ করায় সুলতানের দ্বিতীয় স্বপ্ন অপূর্ণই থেকে যায়।
এ ন্যায়পরায়ণ শাসকের মৃত্যুতে ইউরোপের ননমুসলিমরাও পর্যন্ত শোক করেছিল। যেদিন ইসলামের মহান নেতা সুলতান সালাহুদ্দীন আইয়ুবি ইন্তিকাল করেন,সেদিন সমগ্র ফিলিস্তিনের নারী-পুরুষ তাদের ঘর থেকে রাস্তায় বেরিয়ে তাদের সুলতানের জন্য মাতম করছিল (যদিও মাতম করা ঠিক নয়)। নগরীর অলিতে-গলিতে কান্নার রোল বয়ে যাচ্ছিল। আজও কান্নার রোল শোনা যায় ফিলিস্তিনের অলিতে গলিতে। ক্রুসেডাররা আজ পাখির মত মুসলিম ভাইবোনদের হত্যা করছে।আজও ফিলিস্তিন প্রত্যাশায় সালাহউদ্দিনদের।

চিত্রঃ সিরিয়ার রাজধানী দামেস্কের বিখ্যাত উমাইয়াদ মসজিদের নিকটবর্তী বাগানে অবস্থিত ভবন যেখানে রয়েছে এ মহান নেতার কবর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন