রবিবার, ৩ এপ্রিল, ২০১৬

একজন খলিফার জন্য যা দরকার, একটা সাম্রাজ্য


একজন খলিফার জন্য যা দরকার, একটা সাম্রাজ্য পরিচালনার যা কিছু প্রয়োজন, একটা পতনমুখি ক্ষমতার পুন উত্থানের জন্য যে মেধার সম্মিলন দরকার তার সবই ছিল খলিফা দ্বিতীয় আব্দুল হামিদের ৷
কিন্তু ভাগ্য তাঁর সহায়ক হয়নি৷ আমার অত্যন্ত পছন্দের এবং একাধিকবার পাঠ করা কিতাবগুলার মধ্যে কালিলা দিমনা প্রথম সারিতে৷ সেখানের একটা বাক্য আছে,واي ينفعك الكيس اذا غلب عليك القدر.তথা, তকদীরের সামনে মেধার কোন অবস্থানই নাই৷ 
1918 সালের 10 ই ফেবরুয়ারিতে মুসলিম জাহানের সর্বশেষ সক্রিয় এ খলিফার মৃত্যু হয়৷ অাল্লাহ তার কবর শীতল করুক৷
অাবদুল ওয়াহহাব নাজদীর মতবাদে প্রভাবিত কেউ দয়া করে কমেন্ট করবেন না৷


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন