একজন খলিফার জন্য যা দরকার, একটা সাম্রাজ্য পরিচালনার যা কিছু প্রয়োজন, একটা পতনমুখি ক্ষমতার পুন উত্থানের জন্য যে মেধার সম্মিলন দরকার তার সবই ছিল খলিফা দ্বিতীয় আব্দুল হামিদের ৷
কিন্তু ভাগ্য তাঁর সহায়ক হয়নি৷ আমার অত্যন্ত পছন্দের এবং একাধিকবার পাঠ করা কিতাবগুলার মধ্যে কালিলা দিমনা প্রথম সারিতে৷ সেখানের একটা বাক্য আছে,واي ينفعك الكيس اذا غلب عليك القدر.তথা, তকদীরের সামনে মেধার কোন অবস্থানই নাই৷
1918 সালের 10 ই ফেবরুয়ারিতে মুসলিম জাহানের সর্বশেষ সক্রিয় এ খলিফার মৃত্যু হয়৷ অাল্লাহ তার কবর শীতল করুক৷
অাবদুল ওয়াহহাব নাজদীর মতবাদে প্রভাবিত কেউ দয়া করে কমেন্ট করবেন না৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন