বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

মাওলানা কালীম সিদ্দীকি দাঃবাঃ


মাওলানা কালীম সিদ্দীকি দাঃবাঃ সাহেবের কথা সবাই হয়তো শুনেছেন । কিন্তু সবাই হয়তো তাঁকে দেখিনি।

তার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি,
অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত
পৌঁছানোকে সীমাহীন গুরুত্ব দিয়ে থাকেন। তিনি আল্লামা আবুল হাসান আলী নাদাভী (রাহ.) এর বিশিষ্ট খলীফা।

হযরতের সম্পর্কে কিছুটা :
তিনি প্রথমে মেডিকেলের ছাত্র ছিলেন। পরে
দ্বীনি শিক্ষার দিকে আসেন।
-
*২৩ সেপ্টেম্বর। ১৯৫৭ সালে তিনি ভারতের
উত্তর প্রদেশের ফুলাতে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম হাজী মুহাম্মাদ আমীন। ছাত্র হিসেবে তিনি অত্যন্ত মেধাবি। ফ্রি মেডিকেল টেস্টে অল ইন্ডিয়ায় তাঁর Ranking ছিল ৫৭ । তিনি অবশ্য এম বি বি এস হলেন না। নাদওয়াতুল ওলামায় চলে এলেন। আলী মিয়াঁর সোহবতে শামিল হলেন। নাদওয়া থেকে পাঠপর্ব শেষ করলেন। ওদিকে কেমিস্ট্রি (রসায়ণে) বিএসসি ডিগ্রিও অর্জন করলেন।
-
* কলীম সিদ্দীকি (দাঃবাঃ) তাঁর নিজ গ্রাম ফুলাতে একটি মাদরাসা পরিচালনা করেন। পাশাপাশি বিভিন্ন মেয়াদী কোর্সের আয়োজন করেন। দা‘য়ীদেরকে প্রশিক্ষণ দেয়ার জন্য।
-
* মাওলানা কালীম সিদ্দীকি সাহিব, তিনি
পুরোপুরি আলী মিয়াঁ (রাহ.) দ্বারা প্রভাবিত। জামইয়্যাতি ইমাম ওয়ালিউল্লাহ ট্রাস্ট নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন। এটি একটি দাওয়াতি সংগঠন। বিভিন্ন দাতব্য কার্যক্রমও এই সংঘের আওতায় পরিচালিত হয়।
-
* মাওলানা কালীম সিদ্দীকি সাহিব, তিনি পুরো ভারত জুড়ে অসংখ্য মাদরাসা ও স্কুল পরিচালনা করে থাকেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার জন্য, বিভিন্ন প্রাদেশিক শহরে কেন্দ্রীয় অফিস আছে।
-
* কলীম সিদ্দীকি সাহিব। তিনি উর্দু ভাষায়
‘আরমুগান’ নামে একটি পত্রিকা সম্পাদনা করে থাকেন। সর্বশান্তি নামে হিন্দিতে একটি পত্রিকা সম্পাদনা করে থাকেন। আল খাইর নামে আরবিতে একটি পত্রিকা সম্পাদনা করে থাকেন।
-
* মাওলানা কালীম সিদ্দীকি সাহিব। ওয়ার্ল্ড পীস ওর্গানাইজেশান নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এই সংগঠনের মাধ্যমে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
-
* মাওলানা কালীম সিদ্দীকি সাহিব। তিনি দা‘য়ী ইলাল্লাহ। তিনি ওয়ায়িজ। তিনি মুসান্নিফ। তিনি অভিজ্ঞ মুয়াল্লিম। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছেই ভাই হিসেবে পরিচয় দেন।
-
* মাওলানা কালীম সিদ্দীকি। তিনি সমস্ত
মানবতার প্রতি ভালোবাসা রাখেন। সবাইকে
দ্বীনের ছায়ায় নিয়ে আসার ফিকির করেন। তিনি সমাজে সবার প্রতি ব্যথা অনুভব করেন। তাদেরকে পথহারা দেখে তিনি গুমরে গুমরে কাঁদেন। তিনি ভদ্রভাবেই সবার কাছে দাওয়াত পৌঁছান । সবাই গ্রহণ করতে পারবে এমন ভঙ্গিতেই তিনি কথা বলে থাকেন। তিনি অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে এক অনন্য ব্যক্তিত্ব।
-
* মাওলানা কালীম সিদ্দীকি সাহিব। তিনি হযরত যাকারিয়্যা (রহ.) এরও খলীফা। তিনি
পেশাগতভাবেই একজন দা‘য়ী।
-
* মাওলানা কালীম সিদ্দীকি সাহিব। তিনি গল্প বলার ভঙ্গিতে, সহজ সরল ভাষায়, স্মিতহাস্যে নিজের বক্তব্য উপস্থাপন করে থাকেন।
-
* সালাফি উলামায়ে কিরাম উলামায়ে হিন্দের
সমালোচনা করে থাকেন এই বলে যে, তারা
অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দানের
ক্ষেত্রে অনগ্রসর, মাওলানা কালীম সিদ্দীকি সাহেব তাদের এই অভিযোগের জীবন্ত জবাব।

* মাওলানা কালীম সিদ্দীকি সাহিব। তিনি তার কথা মধ্যে বিভিন্ন কারগুজারি উপস্থাপন করেন। ফলে তার কথাগুলো জীবন্ত হয়ে ওঠে। 
'
এই মহান মুবাল্লিগ আগামী ১৬ই এপ্রিল রোজ শনিবার ৪ দিনের জন্য বাংলাদেশে তাশরিফ রাখবেন । বিস্তারিত সফরসূচি পরে পোষ্টে । ইনশাআল্লাহ ! 

আপনাদেরকেও এই দা'ওয়াতি মেহনতে শরিক হওয়ার অনুরোধ করতেছি । আপনি আমাদের সাথে আছেন তো ? 
'


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন