মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

নকশায় আঁকা কুরআন: ২৫ সূরাতুল ফুরকান।


নকশায় আঁকা কুরআন: ২৫
সূরাতুল ফুরকান। 
মূলবক্তব্য: মিথ্যাচারের পরিণতি।
-
প্রথম ভাগ: ১-২৯। রহমানের প্রতি মিথ্যাচার। 
১: ১-১০। মুশরিকদের দাবী প্রত্যাখ্যান। 
২: ১১-১৪। পুনর্জীবন ও প্রতিদানকে মুশরিকদের অস্বীকার। 
৩: ১৫-১৬। মুত্তাকীগনের প্রতিদান। 
৪: ১৭-২০। মুশরিকদের অনুসারী ও তাদের প্রতিদান। 
৫: হঠকারিতা ও কাফিরদের চূড়ান্ত গন্তব্য। 
৬: ২৫-২৯। কিয়ামতের কিছু দৃশ্য। 
-
দ্বিতীয় ভাগ: ৩০-৭৭। কুরআনকে অস্বীকার। 
১: ৩০-৩৪। কুরআন কারীমের ব্যপারে মুশরিকদের অবস্থান। 
২: ৩৫-৪০। নিজ কওমের সাথে কিছু নবীর ঘটনা। 
৩: ৪১-৪৪। রাসূলের প্রতি মুশরিকদের ঠাট্টা। মুশরিকদেরকে জন্তুর সাথে তুলনা। 
৪: ৪৫-৬২। আল্লাহর কিছু কুদরতের প্রকাশ। 
৫: ৬৩-৭৭। রহমানের বান্দাদের কিছু বৈশিষ্ট্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন