বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

***সাহরী খাওয়ার ফযিলত***

১, হযরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, তোমরা সাহরী গ্রহণ কর। কেননা সাহরীতে বরকত রয়েছে,,,( বুখারী ও মুসলিম )।
২, হযরত সালমান (রা.) থেকে রেয়ায়েতকৃত, রাসূল (সা.) বলেছেন, বরকত তিন জিনিসের মধ্যে নিহিত, জামাতের মধ্যে, সারীরের মধ্যে ও সাহরীর মধ্যে,,,, ( তাবারানী )।
৩, হযরত ইরবায ইবনে সারিয়া (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রমযানে রাসূল (সা.) আমাকে সাহরীর দিকে আহ্বান করেন এবং বলেন, ' বরকতময় খাবারের দিকে এসো হে! ( আবু দাঊদ ও নাসায়ী শরীফ) ।
৪, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, এক ঢোক পানি দিয়ে হলেও তোমরা সাহরী গ্রহণ করবে,,,,( ইবনে হিব্বান )।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন