শুক্রবার, ২৪ জুন, ২০১৬

রমযানের শেষ ১০ দিনের জন্য সহজ কিন্তু শক্তিশালী আমল!

মাসজিদুল হারামের ইমাম রামাদ্বানের শেষ দশ দিনের আমলের উপর একটি অসাধারণ পরামর্শ দিয়েছেন মুসলিম উম্মাহর জন্য।
.
তিনি বলেন-
.
- প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের* মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর (১০০০ মাস) পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।
.
- প্রতিদিন দু' রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের* মাঝে পড়ে তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দু' রাকা'আত সালাতের সাওয়াব পাবেন।
.
- প্রতিদিন তিন বার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের* মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন ।
.
লাইলাতুল কদরের দুআঃ
-----------------------------
মা আয়েশা নবী (সাঃ) কে জিজ্ঞাসা করেনঃ 
হে আল্লাহর রাসূল! যদি আমি লাইলাতুল কদর লাভ করি, তাহলে কি দুআ করবো?
তিনি (সাঃ) বলেনঃ বলবে, (আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল্ আফওয়া ফা’ফু আন্নী”।

অর্থ, হে আল্লাহ! তুমি ক্ষমাশীল। ক্ষমা পছন্দ কর, তাই আমাকে ক্ষমা কর”।
[আহমদ,৬/১৮২]
উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনবে ও এগুলো আমলে রুপ দিবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন। অর্থাৎ সাদাকায়ে জারীয়াহ এর সাওয়াব।
[* লাইলাতুলকদর নির্দিষ্ট নয়, সেটা রামাদানের ২১/২৩/২৫/২৭/২৯ তারিখের যে কোন একদিন হবে, তাই মাঝে কথাটা বলা হয়েছে। ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন