রবিবার, ১২ জুন, ২০১৬

নকশায় আঁকা কুরআন: ৬ সূরা আলআনআম



মূল আলোচ্য বিষয়: কাফেরদের বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠা ও আকীদার সুদৃঢ়করণ। 
-
প্রথম ভাগ: ১-৯০। বিশ্বজগতে আল্লাহর কুদরত। 
১: ১-৩। আল্লাহর কুদরত ও একত্ববাদের কিছু দলীল। 
২: ৪-১১। মুশরিকদের একগুঁয়েমী ও ঝগড়প্রবণতা তাদের পরিণাম। 
৩: ১২-১৯। আহলে কিতাবের কাছে নবীজির পরিচয় ও তাদের মিথ্যাচার ও কিয়ামতের দিন তাদের অবস্থান। 
৪: ২০-৩২। নবীকে সান্ত¦নাপ্রদান, নবীজির ব্যথিত অন্তরকে অবিচল রাখার প্রয়াস ও আল্লাহর কুদরতের পূর্ণতা। 
৫: ৪০-৪৭। দুঃখ ও কষ্টের সময় মুশরিকদের অবস্থান। আল্লাহর কুদরতের দলীল। 
৬: ৪৮-৬৭। রাসুলগনের দায়িত্ব, রাসুলগনকে মানার ব্যাপারে মানুষের বিভিন্ন শ্রেনীতে বিভক্তি। আল্লাহর ইলম ও কুদরতের পূর্ণতা। 
৭: ৬৮-৭৩। উপহাসকারীদের সাথে বসার ব্যাপারে নিষেধাজ্ঞা ও তাদের শাস্তি। মুশরিকদের যুক্তিখন্ডন ও তাদের প্রতি সতর্কীকরণ। 
৮: ৭৪-৮৩। পিতা ও সম্প্রদায়ের সাথে ইবরাহীমের কথোপকথন, তাদের বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠা। 
৯: ৮৪-৯০। নবীগনকের আল্লাহর হিদায়াত। নবীগনের হাকীকত। নবীগনের ইকতিদা-অনুসরণ। 
-
দ্বিতীয় ভাগ: ৯১-১৪৪। মুশরিকদের মোকাবেলা তাদের প্রতি সতর্কবার্তা। 
১: ৯১-১০৩। ইহুদি ও মুশরিকদের যুক্তিখন্ডন ও তাদের শাস্তি। আল্লাহর কিছু কুদরতের প্রকাশ। 
২: ১০৪-১০৭। রাসুলুল্লাহ সা.-এর হাকীকত। 
৩: ১০৮। মুশরিকদের উপাস্যদেরকে গালি দানে নিষেধাজ্ঞা।
৪: ১০৯-১১৩। নিদর্শন তলবের ক্ষেত্রে মুশরিকদের একগুঁয়ে অবস্থান। তাদের প্রতি আল্লাহর হুমকি। 
৫: ১১৪-১১৫। আল্লাহর রাসূরের সত্যতার ব্যাপারে আল্লাহর স্বাক্ষ্য। 
৬: ১১৬-১১৭। অধিকাংশ মানুষের বৈশিষ্ট্য। মানুষের অন্তরের অবস্থা সম্পর্কে আল্লাহর অবগতি। 
৭: ১১৮-১২১। যবেহের কারণে হালাল ও হারাম হওয়া জন্তু। 
৮: ১২২-১২৭। মুমিন ও কাফেরের দৃষ্টান্ত। অপরাধীদের চক্রান্ত ও তাদের পরিণতি। 
৯: ১২৮-১৪৪। কিয়ামতের ভয়ংকর দৃশ্য। অবাধ্যদেরকে হুমকিপ্রদান। অবাধ্যদের মিথ্যা রটনা। অবাধ্যদের বক্তব্যখন্ডন। আল্লাহর কুদরত ও নেয়ামত। 
-
তৃতীয় ভাগ: ১৪৫-১৬৫। দিক নির্দেশনা ও আল্লাহর রাসুল মুমিনদেরকে সান্ত¦নাপ্রদান। 
১: ১৪৫-১৪৭। আল্লাহ কুরআন কারীমে আমাদের ওপর যা হারাম করেছেন ও তাওরাতে ইহুদিদের ওপর যা হারাম করেছেন। 
২: ১৪৮-১৫০। মুশরিকদের অসার সন্দেহের অপনোদন। 
৩: ১৫১-১৫৩। মৌলিক কিছু হারাম কাজ। ইসলামের কিছু ফযীলতপূর্ণ কাজ। 
৪: ১৫৪-১৫৭। আল্লাহ যা নাযিল করেছেন, তাতে রয়েছে হেদায়াত। সেটা অনুসরণ করা আবশ্যক। বিরোধিতা করার শাস্তি। 
৫: ১৫৮-১৬০। মৃত্যু ও কিয়ামত দিবসের ভীতিপ্রদর্শন। কিয়ামতের পূর্বের কিছু আলামত। 
৬: ১৬১-১৬৫। হিদায়াতদানের মাধ্যমে আল্লাহর নেয়ামত প্রদানের আলোচনা। খালিস ইবাদত একমাত্র আল্লারই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন