শুক্রবার, ১৭ জুন, ২০১৬

বাংলাদেশি হাফেয আব্দুল আখের তুরস্কের ৪র্থ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান!


৪৬ দেশকে পেছনে ফেলে এরদুগানের হাত থেকে প্রথম স্থানের পুরস্কার নিল বাংলাদেশের তানযীমুল উম্মাহর ছাত্র হাফেয আব্দুল আখের।
গতকাল শুক্রবার (১৭ই জুন) তুরুস্কের ইস্তামবুলের সুলতান ফতেহ মসজিদে অনুষ্টিত হয়ে গেল ৪র্থ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা।উক্ত প্রতিযোগিতায় ৪৬টি দেশের কারী ও হাফেজ গন আংশগ্রহন করেন। উক্ত প্রতিযোগিতা অনুষ্টানে এরদুগানের প্রধান ধর্মীয় উপদেষ্টা আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডঃ মেহমুদ গরমিজ ও ইস্তামবুলের মেয়র কাদির টোপবাস সহ আন্তর্জাতিক বহু ধর্মীয় গবেষক গন উপস্থিত ছিলেন।
৪৬টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থানের গৌরব অর্জন করেন ঢাকার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ছাত্র হাফেয আব্দুল আখের।
(১ম ছবিতে এরদুগানের বামের জন)

আন্তর্জাতিক অংঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জল করায় হাফেয আব্দুল আখের উজ্জল সাফল্য কামনা করছি....
নিউজ সুত্রঃ তুর্কি প্রেসিডেন্সিয়াল মিডিয়া..
Speaking at the award ceremony of the 4th International Holy Qur’an Memorization (Hifdh) and Recitation (Qiraah) Competition, President Erdoğan said: “If the impact of verses recited doesn’t embrace your heart, flash lightning across your mind, and stir a breeze through your soul, then it means there is a deficiency.”
President Recep Tayyip Erdoğan offered an address at the award ceremony of the 4th International Holy Qur’an Memorization (Hifdh) and Recitation (Qiraah) Competition at the Istanbul Fatih Mosque. Also attending the ceremony were President of Religious Affairs Mehmet Görmez, Mayor of Istanbul Metropolitan Municipality Kadir Topbaş and a large number of invitees.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন