বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

আবিসিনিয়ার(ইথিওপিয়া) সম্রাট নাজ্জাশীর নিকট আল্লাহর রাসুল মুহাম্মাদ(স) এর চিঠিঃ


                            বিসমিল্লাহির রাহমানির রাহিম[পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে]

আল্লাহর রাসুল মুহাম্মাদ(স) এর পক্ষ থেকে হাবশার(আবিসিনিয়া) নাজ্জাশী আযমের প্রতি।সালাম সেই ব্যক্তির ওপর যিনি হেদায়েতের অনুসরণ করেন।আমি আপনার কাছে মহান আল্লাহর প্রশংসা করছি যিনি ব্যতিত কোন উপাস্য নেই।যিনি পবিত্র,যিনি শান্তিদাতা,যিনি নিরাপত্তা ও শান্তি দেন, যিনি হেফাজতকারী ও তত্ত্বাবধায়নকারী।আমি সাক্ষ্য দিচ্ছি যে,মরিয়মের পুত্র ঈসা(আ) আল্লাহর রুহ এবং তাঁর বাণী।আল্লাহ তায়ালা তাঁকে পবিত্র ও সতী মরিয়মের ওপর স্থাপন করেছেন।আল্লাহর রুহ এবং ফুঁ এর কারণে মরিয়ম গর্ভবতী হলেন।যেমন আল্লাহ তায়ালা আদম(আ)কে নিজের হাতে তৈরি করেছিলেন।আমি আপনাকে এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি এবং তাঁর আনুগত্যের প্রতি দাওয়াত দিচ্ছি।এ ছাড়া এ কথার প্রতিও দাওয়াত দিচ্ছি যে,আপনি আমার আনুগত্য করুন এবং আমি যা কিছু নিয়ে এসেছি,তার উপর বিশ্বাস স্থাপন করুন।কেননা আমি আল্লাহর রাসুল,আমি আপনাকে এবং আপনার সেনাদলকে সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ‘আলামিনের প্রতি আহ্বান জানাচ্ছি।আমি তাবলিগ ও নসিহত করেছি।কাজেই আপনি আমার তাবলিগ ও নসিহত কবুল করুন।(পরিশেষে) সালাম সেই ব্যক্তির ওপর,যিনি হেদায়েতের আনুগত্য করেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন