বিসমিল্লাহির রাহমানির রাহিম[পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে]
আল্লাহর বান্দা ও তাঁর রাসুল মুহাম্মাদের(স) পক্ষ থেকে রোমের সম্রাট হিরাক্লিয়াসের প্রতি...যারা হিদায়াতের অনুসরণ করে তাদের প্রতি শান্তি বর্ষিত হোক।আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি।ইসলাম গ্রহণ করুন,শান্তিতে থাকবেন।আপনি ইসলাম গ্রহণ করলে আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিফল দান করবেন।আর যদি মুখ ফিরিয়ে নেন তাহলে রোমের সমস্ত প্রজার পাপ আপনার উপর বর্তাবে। (কুরআন ৩:৬৪)“হে গ্রন্থধারীগণ,এসো এমন একটি কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই,যেন আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি,কোন কিছুকে তাঁর শরীক না করি এবং আমাদের কেউ যেন আল্লাহ ছাড়া কাউকে প্রভু হিসাবে গ্রহণ না করে।আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়,তবে বলঃ তোমরা সাক্ষী থাক,আমরা মুসলিম” ।
[আল্লাহর রাসুল মুহাম্মাদ(স)]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন